দূষণমুক্ত শহর গড়তে নয়া উদ্যোগ ভদ্রেশ্বর পুরসভার
প্লাস্টিকেই পরিবেশে বাড়ছে বিপদ। প্রতিদিনের ব্যবহারে প্লাস্টিক এড়ানো কঠিন। আর সেই পরিস্থিতি এড়াতে এবার অন্যরকম উদ্যোগ নিল ভদ্রেশ্বর পুরসভা। প্লাস্টিকের বদলে মিলবে খাবার! তাও আবার মা ক্যান্টিন থেকে। ইতিমধ্যে এই বিষয়ে পুরসভার তরফে করা হচ্ছে প্রচার। যেখানে বলা হয়েছে, এক কেজি বর্জ্য প্লাস্টিক দিয়ে দুটি খাবারের কুপন এবং দু’কেজি বর্জ্য প্লাস্টিক দিয়ে পাঁচটি খাবারের কুপন দেওয়া হবে। এজন্য কোনও টাকা নেওয়া হবে না। পুর আধিকারিকরা জানিয়েছেন, ভদ্রেশ্বর পালবাগানে পুরসভার লজে প্রত্যেকদিন মা ক্যান্টিন থেকে এই খাবার দেওয়া হয়।
সেখানেই প্লাস্টিকের বিনিময়ে এই খাবার দেওয়া হবে। প্লাস্টিকের বিনিময়ে খাবার নিতে আসা স্থানীয় বাসিন্দা গোপাল কর্মকার বলেন, ”শহর পরিস্কার রাখতে খুবই ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে পাঁচ টাকার বিনিময়ে মা ক্যান্টিন থেকে যারা খাবার পেয়ে থাকি, তাঁদের জন্য খুবই সুবিধার। প্লাস্টিক জমা দিয়ে বিনা পয়সাতে খাবার পাওয়া যাবে।” গোপালবাবুর কথায়, ”এটা প্রত্যেকের করণীয় রাস্তায় বা ড্রেনে প্লাস্টিক না ফেলে একটা নিদিষ্ট জায়গায় জমা করা।”
