Type Here to Get Search Results !

আজ,সোমবার মমতা যাচ্ছেন কোচবিহার

 


আজ,সোমবার মমতা যাচ্ছেন কোচবিহার


  '২৬ এর নির্বাচনকে কেন্দ্রকরে রাজনৈতিক উত্তাপ বেশ বেড়ে গেছে। এবার মমতার পাখির চোখ উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে হারানো জমি ফেরৎ পেতে মরিয়া মমতা। এদিন দুপুরে শহরে পৌঁছে তিনি বিকেল ৪টে নাগাদ কোচবিহারের রবীন্দ্রভবনে প্রশাসনিক সভা করবেন। মঙ্গলবার রাসমেলা মাঠে রয়েছে তৃণমূল কংগ্রেসের বড় রাজনৈতিক সভা। সেখানে নিজের বক্তব্য তুলে ধরবেন তৃণমূল সুপ্রিমো। তার আগে মঙ্গলবার সকালে মদনমোহন মন্দিরে পুজো দিতে পারেন মমতা। এসআইআর নিয়ে মানুষের মনে আতঙ্ক দূর করতেই মমতা জেলায়-জেলায় রাজনৈতিক সফর শুরু করেছেন। প্রথম সভাটি করেছিলেন বনগাঁয়। তারপর মালদহ, মুর্শিদাবাদ। এবার তিনি দু’দিনের সফরে যাচ্ছেন উত্তরবঙ্গের কোচবিহারে। SIR কর্মসূচি প্রায় শেষ। অন্তত ৫৫ লক্ষ নাম বাতিল হচ্ছে। স্বাভাবিক ভাবেই কিছুটা চিন্তিত মুখ্যমন্ত্রী।


  বন্যা-ধসে বিপর্যয়ের পর একমাসে তিনবার উত্তরবঙ্গে গিয়েছিলেন তিনি। বাকি ছিল কোচবিহার সফর। এবার তাই তাঁর সফরসূচিতে উঠে এল এই জেলা। সূত্রের খবর, প্রশাসনের সঙ্গে কথা বলে জেলার যা যা উন্নয়নের কাজ বকেয়া আছে, তা দ্রুত শেষ করতে তিনি নির্দেশ দেবেন। পাশাপাশি বিপর্যয় মোকাবিলায় কী কী কাজ হয়েছে তারও নজরদারি করতে পারেন প্রশাসনিক বৈঠকে। অন্যদিকে, বনগাঁ থেকে মমতা পরপর রাজনৈতিক সভায় একটিই কথা বলছেন, “আমি ভোট চাইতে আসিনি। যখন নির্বাচন হবে, তখন ভোটের কথা বলব। আমি এসেছি শুধুমাত্র আপনাদের পাশে থাকতে।" এবার তিনি যাচ্ছেন অবশ্যই ভোট চাইতে। এখন দেখার আজ মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে কোন বার্তা দেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.