Type Here to Get Search Results !

সপ্তাহের কোন দিন কোন দেবদেবীর পুজো করা উচিত

 জ্যোতিষশাস্ত্র 



  সপ্তাহের কোন দিন কোন দেবদেবীর পুজো করা উচিত 


  ধর্মপ্রাণ হিন্দুদের সঙ্গে দৈনিক পুজোর সম্পর্ক নিবিড়। ৭ দিন নানা রকম পুজোর কথা বলেন জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে, সপ্তাহের সাতটি দিন নির্দিষ্ট কিছু দেব-দেবীর জন্য উৎসর্গীকৃত। এই বিশেষ দিনগুলিতে সেই নির্দিষ্ট শক্তির প্রতি ভক্তি নিবেদন করলে জীবনে শুভ ফল লাভ হবে। জেনে নিন, কোন বারে আপনার ইষ্টদেবতা রূপে কার উপাসনা করা শ্রেয়। সূর্যদেব এবং মাতঙ্গীদেবীর পুজো করতে হয় এই দিন। এমনটা করলে জীবনে আত্মবিশ্বাস বহুগুণ বাড়ে এবং সমাজে মান-সম্মান লাভ হয়।


  * সোমবার

ভগবান শিব এবং মা কমলার পুজো করতে হয় এই দিন। দুধ, মধু ও বেলপাতা দিয়ে শিবের অর্চনা করলে মনের একাগ্রতা, স্মৃতিশক্তি এবং চিন্তাশক্তিও বৃদ্ধি পায়।


  * মঙ্গলবার

মা মঙ্গলচণ্ডী, মা বিপত্তারিণী, হনুমানজী ও মা বগলামুখী। মঙ্গলবার এই দেব-দেবীর পুজো করতে পারেন। শারীরিক ও মানসিক ক্ষমতা বৃদ্ধি পায়, সাহস বাড়ে এবং মামলা-মোকদ্দমায় জয়লাভের পথ প্রশস্ত হয়।


  * বুধবার

মা ত্রিপুরাসুন্দরীর পুজো করতে পারেন বুধবার। এই দিনে এই দেবীর উপাসনার পাশাপাশি শিশুদের উপহার দিলে জীবনে যোগাযোগের ক্ষেত্র উন্নত হয়।


  * বৃহস্পতিবার

মা তারা, লক্ষ্মী, গণেশ ও লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন বৃহস্পতিবার। এ ছাড়া মা তারার ছবিতে জবা ফুলের মালা দিয়ে অর্চনা করলে জীবনে আর্থিক সংকট দূর হতে পারে এবং বিভিন্ন বিপদ থেকে রক্ষা মেলে।


  * শুক্রবার

মাতা ভুবনেশ্বরী এবং মাতা সন্তোষীর পুজো করতে পারেন শুক্রবার। এই দুই মহাশক্তির প্রতি সমর্পণ জীবনে সুখ ও শান্তি বজায় রাখতে সহায়ক।


  * শনিবার

মাতা দক্ষিণাকালী, শনিদেব এবং অশ্বত্থ গাছের পুজো শনিবার করতে পারেন। শনিদেবের পূজা এবং অশ্বত্থ গাছের প্রতি শ্রদ্ধা জানালে জীবনের সকল বিপদ থেকে মুক্তি মিলতে পারে।


জীবনের পথ মসৃণ করতে ও আধ্যাত্মিক শক্তি অর্জন করতে জ্যোতিষশাস্ত্র এই দৈনিক আরাধনার নিয়মগুলি পালনের পরামর্শ দেয়। আপনার প্রয়োজন অনুযায়ী এই দেব-দেবীগণের প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করতে পারেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.