Type Here to Get Search Results !

'ভারতের সঙ্গে যুদ্ধ চায় মৌলবাদী মুনির' - ইমরান খানের বোন

 আন্তর্জাতিক 



'ভারতের সঙ্গে যুদ্ধ চায় মৌলবাদী মুনির' - ইমরান খানের  বোন 


  ইমরান খান একজন খাঁটি উদারপন্থী। তিনি চান ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে। অন্যদিকে আসিম মুনির একজন ইসলামপন্থী মৌলবাদী। তিনি ভারতের সঙ্গে যুদ্ধ করতে চান। এমনই দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বোন আলিমা খান। দু’বছর ধরে জেলে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। গত কয়েকদিন মঙ্গলবার দুপুরের দিকে ইমরানের (Imran Khan) বোন উজমাকে দেখা করার অনুমতি দেয় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ। তিনিও জানিয়েছিলেন, পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন ইমরান। 


  মুনিরকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বোনের কাছে। এবার আলিমাও দু’জনের সংঘাতের প্রসঙ্গ তুলে আনলেন। তিনি বলেন, ”আসিম মুনির একজন মৌলবাদী ইসলামপন্থী। আর সেই কারণেই তিনি ভারতের সঙ্গে যুদ্ধ চান। ওঁর ইসলামিক মৌলবাদে বিশ্বাসই ওঁকে ইসলামে অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধরত হওয়ার দিকে এগিয়ে দিয়েছে।” একই ভাবে দাদা ইমরান সম্পর্কে তাঁর মন্তব্য, ”উনি যখন ক্ষমতায় এসেছিলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিলেন। এমনকী বিজেপির সঙ্গেও। যখনই আসিম মুনিরের মতো মৌলবাদী ক্ষমতায় থাকবেন, তখন ভারতের সঙ্গে তো যুদ্ধ করতে চাইবেনই। এমনকী ভারতের বন্ধু দেশগুলিও ভুগবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.