'ধুরন্ধর' - দেশপ্রেম, অ্যাকশন, রোম্যান্সের উপকরণে ৩ ঘণ্টা ৩৪ মিনিটের এই স্পাই থ্রিলার কতটা জমল?
গুপ্তচরের ভূমিকায় রণবীর সিং। পঁচিশ সালের বক্স অফিস নম্বরের নীরিখে ওপেনিং ইনিংসে ছক্কা হাঁকিয়েছে ঠিকই, কিন্তু দেশপ্রেম, অ্যাকশন, রোম্যান্সের উপকরণে ৩ ঘণ্টা ৩৪ মিনিটের এই স্পাই থ্রিলার কতটা জমল?
সিনেমার গল্প চিরাচরিত মধ্যপ্রাচ্য, ভারত-পাকিস্তানের শত্রুতা। সন্ত্রাস। RAW, ISI গুপ্তচরদের কাহিনী পর্দায় কম দেখেননি দর্শকরা। তবুও স্পাই থ্রিলারের ভিড়ে ভিন্ন স্বাদ দিল ‘ধুরন্ধর’। পাকিস্তানের ছোট্ট শহর লিয়ারি, সেখানকার অপরাধ জগতের এক আস্ত দলিল পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক আদিত্য। সিনেমাজুড়ে মারাকাটারি অ্যাকশন, রক্তারক্তি আর হিংসার কাহিনি। তাই সাড়ে তিন ঘণ্টার এই সিনেমা দেখার আগে দুর্বল চিত্তের দর্শকদের জন্য এই সতর্কীকরণ না দিলেই নয়! তবে মনে সাহস সঞ্চার করে যদি একবার হলমুখো হন তাহলে হতাশ হতে হবে না।
কারণ পরিচালনা আর টানটান চিত্রনাট্যের যুগলবন্দির উদাহরণ এই ছবি। তুখড় অভিনয়ে ততোধিক নজর কাড়লেন অক্ষয় খান্না, রণবীর সিং এবং আর মাধবন। হাইভোল্টেজ অ্যাকশন, গুপ্তচরবৃত্তি করতে গিয়ে ভিনদেশি প্রেমিকার সঙ্গে বিয়ে-রোম্যান্স থেকে প্রতিশোধের আগুনে পোড়া ইস্পাতসম মনন, আদ্যোপান্ত কমার্শিয়াল ছবির যাবতীয় উপকরণ মজুত ‘ধুরন্ধর’-এ। বাণিজ্যিক সিনেপ্রেমীদের কথা ধার করে বলতে হলে, ‘পয়সা উসুল ধুন্ধুমার ধুরন্ধর!’ সবথেকে বেশি নজর কাড়ল পরিচালক আদিত্য ধরের ডিটেলিং।
