মোদীর আগেই মতুয়া গড়ে মমতা - এবার কোন দিকে ঝুঁকবে মতুয়ারা?
ভোট বড়ো বালাই! প্রধানমন্ত্রী মতুয়া গড়ে নির্বাচনী সভা দিয়েই বাংলায় তাঁর প্রচার শুরু করবেন। কিন্তু মমতা মোদীকে ফাঁকা মাঠে গোল দিতে দেবেন না। তাই তিনি মোদীর আগেই ১১ ডিসেম্বর কৃষ্ণনগরে সভা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগেই নদিয়া সভা করতে চলেছেন তৃণমূল নেত্রী। তার আগে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতে শনিবার নদিয়ার জেলা সদরে গেলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারাও। আগামী ১১ ডিসেম্বর নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে সভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিন কৃষ্ণনগরে সেই মাঠ পরিদর্শন করেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। মঞ্চস্থাপনা, ভিড় নিয়ন্ত্রণ, প্রবেশ ও প্রস্থানের পথ-সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখেন তিনি। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
আরও খবর, এই সভা নিয়ে খুব তাড়াতাড়ি জেলা প্রশাসন ও পুলিশ যৌথ বৈঠকও করবে। এসআইআর আবহে মতুয়াগড় বনগাঁ থেকে জনসভা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর পর মুর্শিদাবাদ ও মালদহে জনসভা করেছেন তিনি। ৯ ডিসেম্বর কোচবিহারেও জনসভা করার কথা রয়েছে তাঁর। তার ঠিক দুই দিনের ব্যবধানে নদিয়া যাওয়ার কথা তাঁর।
