৯ ও ১০ ডিসেম্বর সংসদে আলোচনা হতে চলেছে 'SIR' নিয়ে
এটাকে বিরোধীরা নিজেদের জয় বলেই মনে করছেন। এটা তাদের আন্দোলনের জয়। SIR নিয়ে প্রথম থেকেই তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস, তৃণমূল সহ সমস্ত বিরোধী দল। অবশেষে সেই আন্দোলনের চাপে পরেই SIR নিয়ে আলোচনা হবে - জানিয়ে দিলো কেন্দ্রীয় সরকার। সম্ভবত ৯ এবং ১০ ডিসেম্বর আলোচনা হবে এসআইআর নিয়ে। ১০ ঘণ্টা সময় বরাদ্দ হয়েছে আলোচনার জন্য। উল্লেখ্য, শীতকালীন অধিবেশনের শুরু থেকেই এসআইআর নিয়ে আলোচনা চেয়েছে বিরোধীরা। সূত্রের খবর, শীতকালীন অধিবেশনে দুটি বিষয় নিয়ে আলোচনার জন্য সময় নির্ধারণ করেছে বিজনেস অ্যাডভাইসরি কাউন্সিল। জানা গিয়েছে, আগামী ৮ ডিসেম্বর, সোমবার বন্দেমাতরম নিয়ে আলোচনা হবে সংসদে। তার পরের দুই দিন স্থির করা হয়েছে এসআইআর নিয়ে আলোচনার জন্য। স্বাভাবিক কারণেই সংসদ যে উত্তাল হতে চলেছে তাতে সন্দেহ নেই।
১০ ঘন্টা সময় বরাদ্দ হয়েছে এই দুই বিষয় নিয়ে আলোচনার জন্য। জানা গিয়েছে, আগামী সোমবার বন্দে মাতরম সংক্রান্ত আলোচনা শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। কংগ্রেস সাংসদ কে সুরেশ বলেন, “বিএসির বৈঠকে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বন্দে মাতরম এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা হবে। সোমবার প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন সংসদে। তিনিই বন্দে মাতরম নিয়ে আলোচনার সূচনা করবেন।” পরে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও জানান, ৯ ডিসেম্বর দুপুর ১২টা থেকে সংসদে শুরু হবে এসআইআর আলোচনা।
.jpeg)