'বিজেপির সমর্থনে আমিই মুখ্যমন্ত্রী হবো' - হুমায়ুন কবীর
কোনোদিক থেকেই হয়তো এই অংক মিলবে না। এন্তত এখন পর্যন্ত। তবে ভরতপুরের বহিস্কৃত বিধায়ক হুমায়ুন কবীর এমন দাবি করছেন। বৃহস্পতিবার রেজিনগরে নিজের অফিসে সাংবাদিকদের প্রশ্নে হুমায়ুন বলেন, “ভোটে আমিই মুখ্যমন্ত্রীর মুখ হব। বিধানসভা নির্বাচনের পর আমিই মুখ্যমন্ত্রী হব। খেটেখুটে, পরিশ্রম করে একটা দল গড়ে আমি ভোটে লড়ছি। মানুষ ভরসা করে আমাকে ভোট দেবে, ১০০ থেকে ১১০ আসনে আমি জিতব। একক বৃহত্তম দল আমার পার্টিই হবে। আর বিজেপি যদি ৯৯ আসন পায় তাহলে আমাকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। সরকার গড়তে বিজেপির সমর্থন নিতে আমার আপত্তি নেই।” তারমানে বিজেপির সঙ্গে হুমায়ূনের যে একটা বোঝাপড়া হয়ে গেছে তা স্পষ্ট।
বস্তুত বিজেপির সঙ্গে তাঁর যে বোঝাপড়া করেই নতুন দল গড়া এবং তৃণমূল বিরোধী আক্রমণাত্মক বক্তব্য পেশ করা, সেকথা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন। জেলা তৃণমূল এমন বক্তব্য শুনে জানিয়েছে, ভরতপুরের ওই বিধায়ক যে বিজেপির হাতের পুতুল এবং গেরুয়া শিবিরের অঙ্গুলিহেলনেই চলছে তা স্পষ্ট হয়ে গেল। তৃণমূলের তোপ, প্রমাণ হয়ে গেল, বিজেপির বি-টিম হয়ে ভোটে দাঁড়িয়ে নানা দিবাস্বপ্ন দেখছেন সাসপেন্ডেড বিধায়ক। অংকটা যত সহজ ভাবছে ততটা কিন্তু সহ্য নয়। বাকি দলগুলো কিন্তু খেলা করতেই মাঠে নেমেছে।
