আন্তর্জাতিক
"ক্ষমতা থাকলে ভোটে লড়াই করুন" - ইউনুসকে চ্যালেঞ্জ শেখ হাসিনার
যদিও অনেকটিন আগেই চাতুর্যের সঙ্গে হাসিনার দল আওয়ামীলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইউনুস। তবে সেই পরিস্থিতিতেই এক বার্তায় শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইউনুসকে। বলেছেন - বাংলাদেশের যেকোনো আসনেই তিনি ইউনুসের বিরুদ্ধে লড়তে প্রস্তুত। বৃহস্পতিবার অডিয়ো বার্তায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে চ্য়ালেঞ্জ ছুড়ে দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, ‘আমি ইউনূসকে আহ্বান করছি, আসুন আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ান। যে কোনও আসন থেকে দাঁড়ান। দেখুন না মানুষ কাকে ভোট দেয়! সেটা তো করতে পারবেন না। সে সাহস নেই।’আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন। আওয়ামী লিগের সরকারের পতনের দেড় বছরের অধিক সময় কাটিয়ে হতে চলেছে ভোট। ইতিমধ্যেই সুষ্ঠ নির্বাচন করানোর প্রতিশ্রুতিতে লক্ষ লক্ষ সেনা-নিরাপত্তারক্ষী মোতায়েন করার কথা জানিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন।
কিন্তু এই নির্বাচনে থাকছে না আওয়ামী লিগ। ইউনূসের বাংলাদেশ নিষিদ্ধ করেছে তাঁদের। যা নিয়ে তীব্র আপত্তি শেখ হাসিনার। অডিয়ো বার্তায় ইউনূসকে দুষে তিনি বলেন, ‘এটা নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। যেখানে আওয়ামী লিগ অংশগ্রহণ করতে পারে না, সেটা আবার নির্বাচন কীভাবে? আজ আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না কেন?’ বছর বছর ধরে বাংলাদেশের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হাসিনার দল। শেষ কয়েকটি নির্বাচনী অঙ্ক অনুযায়ী, বাংলাদেশে আওয়ামী লিগের ভোটব্যাঙ্ক মোট ভোটার সংখ্যার ৪০ থেকে ৫০ শতাংশের মধ্যে। কিন্তু সেই দলই আজ আসন্ন নির্বাচন থেকে সম্পূর্ণ ভাবে ‘আউট’।
.jpeg)