Type Here to Get Search Results !

আজ নেতাজির ১২৯ তম জন্মদিনে পালিত হচ্ছে পরাক্রম দিবস - শ্রদ্ধা জ্ঞাপন মমতা ও মোদীর


 আজ নেতাজির ১২৯ তম জন্মদিনে পালিত হচ্ছে পরাক্রম দিবস - শ্রদ্ধা জ্ঞাপন মমতা ও মোদীর 


  ভারতের বীর বিপ্লবি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মদিন পালিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এই দিনটি পালিত হচ্ছে পরাক্রম দিবস হিসাবে। ট্যুইট করে নিজেদের শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, “বাংলা তথা গোটা‌ দেশ তথা সারা বিশ্বের কাছে নেতাজি মানে একটা আবেগ। মানুষ তাঁকে কখনও ভোলেনি, ভুলবেও না।” এই ট্যুইটের মধ্যে দিয়েই দেশে ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে আক্রমণ শাণিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, “তিনি জানতেন দেশ মানে শুধু হিন্দু নয়, দেশ মানে শুধু মুসলিম নয় – দেশ মানে পুরুষ, মহিলা, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, পাঞ্জাবি, তামিল, গুজরাটি, বাঙালি সকলে। তাঁর আজাদ হিন্দ ফৌজ ছিল ধর্মনিরপেক্ষতা এবং সৌভ্রাতৃত্বের প্রতীক যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য সংগ্রাম করেছিলেন হিন্দু-মুসলমান, শিখ-খ্রিস্টান, ধনী-দরিদ্র, পুরুষ-মহিলা — সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ।”মমতার শ্রদ্ধা জ্ঞানপনের মধ্যে সূক্ষ্মকরে বিজেপিকে আক্রমন করা হয়েছে।


  অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নেতাজির জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘পরাক্রম দিবস হিসেবে পালিত, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে, আমরা তাঁর অদম্য সাহস, দৃঢ় সংকল্প এবং জাতির প্রতি অতুলনীয় অবদানকে স্মরণ করছি। তিনি ছিলেন নির্ভীক নেতৃত্ব ও অটল দেশপ্রেমের মূর্ত প্রতীক। তাঁর আদর্শ আজও প্রজন্মের পর প্রজন্মকে শক্তিশালী ভারত গড়তে অনুপ্রাণিত করে।’

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.