বিশ্বের সবচেয়ে বড় দলের হয়ে শপথ নিতিন নবীন
গতকাল নাম জানানো হলো শপথ নিলাম আজ। বিজেপির সর্ব ভারতীয় সভাপতি হিসাবে আজ মঙ্গলবার শপথ নিলেন নিতিন নবীন। শুধু নামে নবীন নয়, বয়সেও তিনি নবীন। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী বলেন -
বিশ্বের সবচেয়ে বড়ো রাজনৈতিক দলের সভাপতিকে ১০০ শতাংশ গণতান্ত্রিকবেছে নেওয়া হলো। জনসেবা আর রাষ্ট্রসেবার উপর ভিত্তি করেই চলে আমাদের সংগঠন। আদবানি, বাজপেয়ী, মুরলী মনোহর যোশীর নেতৃত্বে বিজেপি শূন্য থেকে বিপুল উচ্চতায় পৌঁছেছে। জে পি নাড্ডার নেতৃত্বে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত বিজেপি নিজেদের হাত শক্ত করেছে। ভারী সুন্দর করে প্রধানমন্ত্রী বলেন, আমি বিজেপির একজন কার্যকর্তা। দলের ক্ষেত্রে আমি কার্যকর্তা, আর নিতিন নবীন আমার বস।
প্রধানমন্ত্রী আরও বলেন, এতদিন নিতিনকে দল যে দায়িত্ব দিয়েছে নিতিন নিষ্ঠা সহকরে তা পালন করেছে। নিতিন নবীন সেই প্রজন্মের মানুষ, যিনি ছেলেবেলায় রেডিও দেখেছেন, আর বর্তমানে এআই ব্যবহার করছেন। বিজেপি এক সংস্কার, এক পরিবার। এই দলে মেম্বারশিপের থেকে বেশি রিলেশনশিপ রয়েছে। নেতৃত্ব বদলায় কিন্তু দিশা বদলায় না। পশ্চিমবঙ্গ ও তেলঙ্গনায় বিজেপি মানুষের কন্ঠস্বর হিসেবে উঠে এসেছে। অনেকদিন ক্ষমতায় থাকলে মানুষের আস্থা কমে যায়। সেই ট্রেন্ডও ভেঙে দিয়েছে বিজেপি। গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহারে আগের থেকে বেশি ভোটট পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি।গত দেড়-দু বছরে বিজেপির উপর মানুষের ভরসা আরও বেড়েছে। বিধানসভা থেকে শুরু করে সর্বত্র বিজেপির স্ট্রাইক রেট আগের থেকে বেশি। তিনি নিতিনের সামনে দাঁড়িয়ে বলেন - আমাদের আদর্শ হল নিজের থেকে দল বড় ও দলের থেকে দেশ বড়।
