রাজ্য বিজেপির শাখা সংগঠনগুলোকে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছেন শমীক - কিছুটা হলেও ব্রাত্য শুভেন্দু
এবার বিজেপির নতুন জাতীয় সভাপতি নিতিন নবীনের নেতৃত্বে রাজ্য বিজেপি ঝাঁপিয়ে পড়েছে। তৈরি হয়েছে বিভিন্ন শাখা সংগঠনের প্রধান। রাজ্য সভাপতি শমীকে ভট্টাচার্য কিছুটা কৌশল করেই শুভেন্দু অধিকারীর অনুগামীদের দুরে রাখলেন। মহিলা মোর্চার ইনচার্জ করা হয়েছে প্রাক্তন তারকা সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। লকেট আগে মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন। দলের রাজ্য সাধারণ সম্পাদকের পাশাপাশি ফের নতুন গুরু দায়িত্ব পেলেন তিনি। যুব মোর্চার ইনচার্জ পদে আনা হয়েছে সাংসদ সৌমিত্র খাঁ-কে। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন সৌমিত্র ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি। বিষ্ণুপুরের দু’বারের সাংসদকে এবার বসানো হল বর্তমান যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ-র উপর। দলের আরেক রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোকে তফসিলি মোর্চার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। সংখ্যালঘু মোর্চার ইনচার্জ করা হল দলের রাজ্যস্তরের নেতা অমিতাভ রায়কে।
রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পরেই শমীকে ইঙ্গিত দিয়েছিলেন এবার পুরোনোদের দলে ভালো দায়িত্ব দিয়ে ফিরিয়ে আনা হবে। আর এবারও আদি নেতাদেরই দলের বিভিন্ন শাখা সংগঠনের মাথায় বসিয়ে তিনি বোঝালেন, দলের শাখা সংগঠনের নিয়ন্ত্রণও তাঁরই হাতে। পাশাপাশি ভোটের আগে অভিজ্ঞ নেতৃত্বকে মোর্চাগুলির দায়িত্ব দিয়ে মোর্চার কাজকে সক্রিয় করাই লক্ষ্য। তবে শমীক নিজে পদে আসার পর দিলীপ ঘোষকে সক্রিয় করার বার্তা দিলেও এখনও কোনও পদে তাঁকে দেখা গেল না।
