Type Here to Get Search Results !

প্রকাশিত হলো তৃণমূলের নির্বাচনী সংগীত - মোদীকে মোদীর মতো থাকতে দাও


 প্রকাশিত হলো তৃণমূলের নির্বাচনী সংগীত - মোদীকে মোদীর মতো থাকতে দাও 


  গত কয়েক বছর ধরে নির্বাচনের আগে দলগুলো বেশ মজা করে একধারনে থিম সং তৈরী করছে। এবার হঠাৎ মোদীকে নিয়ে সামনে চলে আসলো তৃণমূলের নির্বাচনী থিম সং - 'মোদীকে মোদীর মতো থাকতে দাও।' ছাব্বিশের নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ভোটকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়েছে সব রাজনৈতিক দল। খোদ প্রধানমন্ত্রী বঙ্গে সভা করছেন। তবে তাতেও যে কোনও লাভ হবে না, ফের তা বুঝিয়ে দিল শাসকদল তৃণমূল। এবার অনুপমের সুরে ‘মোদিকে মোদির মতো থাকতে দাও’ গান বাঁধল ঘাসফুল শিবির। সম্পূর্ণ গানটি হলো -' ‘মোদিকে মোদির মতো থাকতে দাও/ মোদি নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছে/ কিছু প্রেস মিট না হলে না হওয়াই থাক/ সব হলে নষ্ট জীবন/আচ্ছে দিনের সেই ঝাপসা আলো/কিছু মিথ্যে প্রতিশ্রুতি মিলিয়ে গেলো/আমি খুঁজে ফিরি ১৫ লক্ষ টাকা/ব্যাঙ্কে আজও এলো না না, না না না না’। 


  ধর্মের রাজনীতি থেকে এসআইআর, বাংলাকে বঞ্চনা-একাধিক ইস্যু তুলে ধরে তৃণমূল বারবার দাবি করেছে বিজেপি বাংলার ভালো চায় না, বাংলার মানুষের কথা ভাবে না। এবার গানে গানে আরও একবার সেকথাই আমজনতার সামনে তুলে ধরল তাঁরা। এদিন তৃণমূলের অফিসিয়াল ফেসবুকে একটি গান পোস্ট করা হয়েছে। যার ছত্রে ছত্রে বিজেপিকে আক্রমণ শানানো হয়েছে। কীভাবে বাংলার মানুষকে পদে পদে হেনস্তা করেছে বিজেপি, সেই কথাই মনে করিয়ে দেওয়া হয়েছে গানে।  সুরে সুরে নিশানা করা হয়েছে এসআইআরকে-এনআরসিকে। গানে গানে বলা হয়েছে, ‘বাংলার মানুষকে ভাতে মারবার, তুমি করো এনআরসি-র কারবার/ বাংলার মানুষকে ভাতে মারবার, তুমি দেখো স্বপ্ন বাংলা জেতবার/ ছাব্বিশে তবু পারবে না, না না না না।’ বিজেপির নেতাদের নিশানা করে লেখা হয়েছে, ‘তোমার দলের ওই মূর্খগুলো, ভাবে মানুষের চোখে ওরা দেবে ধুলো/তাই ধর্মে ধর্মে সব লড়িয়ে দিয়ে, ভাবে শুধু বসে খাবে ক্ষীর।’

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.