কাশ্মীরে কাটিহার জঙ্গলে জইশ জঙ্গিদের সঙ্গে লড়াই চলেছে ভারতীয় জওয়ানদের - আহত তিন জওয়ান
জম্বু ও কাশ্মীরেরর গভীর জঙ্গলে ভারতী জওয়ানরা শুরু করেছে 'অপারেশন ত্রাশ'। গোপন সূত্র খবর পেয়ে এদিন সকাল নির্দিষ্ট এলাকায় ‘অপারেশন ত্রাশ’ চালায় চালায় সেনা। গভীর জঙ্গল লুকিয়ে ঘাঁটি গেড়ে জওয়ানদের লক্ষ্য পালটা গুলি চালায় সন্ত্রাসবাদীরা। তখনই আহত হয়েছেন ৭ সেনা জওয়ান। কাটিহারের গভীর জঙ্গলে তিন জইশ জঙ্গি লুকিয়ে রয়েছে, রবিবার খবর পায় সেনা। এর পরেই ওই অঞ্চলে অপারেশন শুরু করা হয়। সেনার ‘হোয়াইট নাইট কর্পস’ এই অভিযান চালায়।
জঙ্গলের একটি নির্দিষ্ট এলাকা ঘিরে ফেলতেই পালটা হামলা করে দুই থেকে তিন জন পাক মদতপুষ্ট জইশ জঙ্গি। গুলি ছোড়ার পাশাপাশি তারা গ্রেনেড ছোড়ে জওয়ানদের লক্ষ্য করে। অপারেশনের শক্তি বাড়াতে সেনার পাশাপাশি সিআরপিএফ এবং পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় দু’পক্ষের ধুন্ধুমার গুলির লড়াই। সেই সময় বোমার স্প্রিন্টারে জখম হন ৭ সেনা। অবস্থা গুরুতর হওয়ায় দ্রত ঘটনাস্থল থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করা হয়ে তাঁদের। অপারেশন এখনও অব্যাহত রয়েছে বলেই জানা গিয়েছে।
