Type Here to Get Search Results !

কেঁদে কেটে গান ছাড়লেন নেহা কক্কর - কিন্তু কেন?

 বিনোদন 



কেঁদে কেটে গান ছাড়লেন নেহা 

কক্কর - কিন্তু কেন? 


  সোমবার  সংগীত শিল্পী একটা পোষ্টে সংগীত জগৎকে 'আলবিদা' জানান। সকলেই স্তম্ভিত হয়ে ওঠেন ওই খবরে। 

সোমবার সকলকে চমকে দিয়ে নেটভুবনে আচমকাই আবেগঘন পোস্টে মিউজিক ইন্ডাস্ট্রিকে ‘আলবিদা’ জানালেন নেহা কক্কর! পেশাগতজীবনের পাশাপাশি ব্যক্তিগত সব দায়দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন গায়িকা। কাতর কণ্ঠে নেহা জানালেন, “সবকিছু থেকে বিরতি নেওয়ার কথা ভাবছি। আর কোনওদিন ফিরব কিনা জানি না!” এহেন পোস্ট দাবানল গতিতে ভাইরাল হওয়ার পরই প্রশ্ন উঠেছে, আচমকাই কেন মিউজিক কেরিয়ার জলাঞ্জলি দিলেন নেহা? আবার একাংশের কৌতূহল, ঠিক কোন কারণে সঙ্গীতদুনিয়া থেকে বাণপ্রস্থে গেলেন গায়িকা? আপাতত বিনোদুনিয়ায় নেহা কক্করকে নিয়ে চর্চার অন্ত নেই। ঠিক কী লিখেছেন গায়িকা? ইনস্টাগ্রামে ধারাবাহিক পোস্টে নেহা কক্কর লেখেন, “দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং সবকিছু থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। এই মুহূর্তে বিরতি নেওয়া ছাড়া আর কিছু ভাবতে পারছি না। আদৌ আর কোনওদিন ফিরব কিনা আমি নিশ্চিত নই।”


  এখানেই শেষ নয়! পরের পোস্টে গায়িকা লেখেন, “পাপারাজ্জি এবং অনুরাগীদের অনুরোধ করছি, দয়া করে এইসময়ে আমাকে কেউ ক্যামেরাবন্দি করবেন না। আশা করি আপনারা আমার গোপনীয়তাকে সম্মান করবেন এবং আমাকে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে দেবেন। কোনও ক্যামেরা নয়, প্লিজ! এটা আমার অনুরোধ। আমার শান্তির জন্য আপনারা অন্তত আমাকে এটুকু রেহাই দিতেই পারেন।” এমন পোস্ট থেকেই স্পষ্ট যে এবার ‘নির্বাসনে’র পথে হাঁটতে চাইছেন নেহা কক্কর! কিন্তু কেন? এখনও তা অন্ধকারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.