Type Here to Get Search Results !

আবার রহমানকে খোঁচা দিতে ছাড়লেন না তসলিমা

 বিনোদন 



আবার রহমানকে খোঁচা দিতে ছাড়লেন না তসলিমা 


   যে দেশে শহরুখ, সলমন ও আমির দুর্দান্ত গতিতে কাজ করেছেন, সেই দেশে ধর্ম দেখে কাজ দেওয়া হয় তা মানতে রাজি নন সাহিত্যিক তসলিমা। বলিউড বাদশা শাহরুখ। বি-টাউন কাঁপাচ্ছেন খান, আখতাররা। তারপরেও কীভাবে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলছেন এ আর রহমান? X হ্যান্ডেলের দীর্ঘ পোস্টে এবার প্রশ্ন তুললেন সাহিত্যিক তসলিমা নাসরিন। রহমানের মতো ‘বড়লোক’দের এমন বিড়ম্বনায় পড়তে হয় বলে তিনি বিশ্বাস করেন না। নিজের যন্ত্রণার কথাও তুলে ধরেন তসলিমা (Taslima Nasrin)। এদিকে, তীব্র সমালোচনার মাঝে বাবার পাশে দাঁড়িয়েছেন রহমানকন্যা। সাহিত্যিক লেখেন, “এ আর রহমান মুসলমান এবং দেশে খুবই বিখ্যাত। আমি শুনেছি তাঁর সাম্মানিক অন্যান্য শিল্পীদের থেকে অনেক বেশি। তিনি সম্ভবত ধনীতম সঙ্গীতশিল্পী। অভিযোগ করছেন মুসলমান বলে বলিউড তাঁকে কাজ দেয়নি। শাহরুখ খান বলিউড বাদশা। সলমন খান, আমির খান, জাভেদ আখতার, শাবানা আজমি সকলে সুপারস্টার। বিখ্যাত এবং বড়লোকেরা কোথাও কোনও বাধার সম্মুখীন হন না। তিনি কোন জাতির, কোন ধর্মের তাতে কিছু যায় আসে না।"


  তিনি আরো বলেন "আমাকে কেউ বাড়িভাড়া দিতে চান না। পা কেটে যাওয়ায় হাসপাতালে গিয়েও আমি প্রত্যাখ্যাত হই। হায়দরাবাদে মার পর্যন্ত খেতে হবে। ঔরঙ্গাবাদে আমি পা রাখতে পারি না। বাংলা থেকেও আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে।” তিনি আরও লেখেন, “এই সমস্যাগুলি বলিউডের মুসলমান তারকা এ আর রহমানের মতো মানুষের জীবনে আসতে পারে না। আমি নাগরিক নই। একজন নাগরিক এবং বসবাসকারীর মাঝে। আইন অনুযায়ী, ভোটদান ছাড়া অন্যান্য সমস্ত অধিকারই আমার সমান। অনেকেই ভালোবেসে ভারতে বাস করেন। আমিও এখানে বাস করি কারণ ভালোবাসি। আমি মতাদর্শের সঙ্গে সহমত নই। ঠিক যেমন আমি ইসলাম ধর্মে বিশ্বাসী নই। তা সত্ত্বেও অনেকে এখনও কেউ কেউ চাঁদ দেখে ইদ উদযাপন, বহুগামিতার কথা বলেন। আমি মানবতায় বিশ্বাসী।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.