যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ১০টি সরস্বতী পুজো হচ্ছে - ৪ নম্বর গেটে বিশাল পুলিশ বাহিনী
গত বছরের সরস্বতী পুজোর দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা খারাপ পরিস্থিতি তৈরী হয়েছিল। সেই কারণেই আদালতের সাহায্য চেয়েছিল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, পুজোর সময় যাতে কোনও গোলমাল না হয়, তা নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। সাহায্য করবে যাদবপুর থানার পুলিশ। এরপর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার যাদবপুর থানাকে চিঠি লেখেন। এবার কার্যত পুলিশি প্রহরায় পুজো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে এদিন মোতায়েন থাকছে পুলিশ। তবে ক্যাম্পাসের ভেতর যাতে পুলিশ না আসে, থানাকে লেখা চিঠিতে সেই আর্জিও জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।
যাদবপুরে মূলত বাইরের যুবকদের আনাগোনা বেশি। আর সেখান থেকেই তৈরী হয় অপ্রীতিকের পরিস্থিতি। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রায় দশ জায়গায় সরস্বতী পুজো হচ্ছে। এই পরিস্থিতিতে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পদক্ষেপ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে এদিন মোতায়েন থাকবে পুলিশ। যাদবপুর থানাকে আর্জি জানিয়ে চিঠি লিখলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল। একইসঙ্গে সুষ্ঠুভাবে পুজোর পরিচালনার জন্য পড়ুয়াদের কাছেও অনুরোধ জানালেন তিনি।
.jpeg)