Type Here to Get Search Results !

বহু বছর পরে আবার রিয়ালিটি শোয়ে মিমি

 বিনোদন 



বহু বছর পরে আবার রিয়ালিটি শোয়ে মিমি 


  'মিমি চক্রবর্তী' - এক ডাকেই সবাই তাকে চেনে। টলিপাড়ার অন্যতম এক চরিত্র। তাঁর অভিনয়ের জার্নি শুরু হয়েছিল ছোটপর্দার হাত ধরেই। তিনি আর কেউ নন টলিউডের স্বনামধন্য অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এক দশকেরও বেশি সময় আগে টেলিপর্দায় ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে নজর কেড়েছিলেন আট থেকে আশির। সেই চরিত্র আজও সকলের মনে দাগ কাটে। এমনকী সেইসময় ‘পুপে’র স্টাইল স্টেটমেন্টও বহু অষ্টাদশীর মন জিতে নিয়েছিল। ওই ধারাবাহিক শেষ হওয়ার পর আর সেভাবে মিমিকে ছোটপর্দায় দেখেননি দর্শক। তারপর টলিউডের নামী নায়িকাদের তালিকায় নাম লিখিয়েছেন তিনি। সেই মিমিই ফিরলেন ফের ছোটপর্দায়। এবার কোন ভূমিকায় নায়িকা?


  এবার আর কোন চরিত্রে অভিনয় করতে নয়। বরং বিশেষ অতিথি হিসেবে রিয়ালিটি শোয়ের মঞ্চে তাঁকে পাবেন দর্শক-অনুরাগীরা। সান বাংলার জনপ্রিয় ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ রিয়ালিটি শোয়ে এবার বিশেষ পর্বের বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। দেখতে দেখতে ‘লাখটাকার লক্ষ্মীলাভ’ রিয়ালিটি শোয়ের দ্বিতীয় সিজনের মান্থলি ফিনালের সময়ও এসে গিয়েছে। তবে জানুয়ারি মাসের চূড়ান্ত পর্ব হলেও তা সম্প্রচারিত হবে ১ ফেব্রুয়ারি, রবিবার, সন্ধ্যা সাতটায়। এখন দেখার এবার কতটা সাফল্য তিনি পান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.