Type Here to Get Search Results !

'২০ কোটি সমর্থককে কিন্তু মিস করবে আইসিসি ' - বিসিবি

 খেলার খবর 



'২০ কোটি সমর্থককে কিন্তু মিস করবে আইসিসি ' - বিসিবি 


  জটিলতা কমছে না, বরং বেড়েই চলেছে। আসল কথা হলো, প্রায় কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই বাংলাদেশ বলেছে নিরাপত্তার কারণে বাংলাদেশ ভারতের টি ২০ বিশ্বকাপ খেলতে আসবে না। এর পিছনে অবশ্য পাকিস্তানের ইন্ধন আছে। বৃহস্পতিবার জাতীয় দলের ক্রিকেটার ও বোর্ডের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে যুব ও ক্রীড়া উপদেষ্টা নজরুল আসিফ। তারপরই তিনি জানিয়ে দিয়েছেন বিশ্বকাপ খেলার ব্যাপারে তাঁরা নিজেদের সিদ্ধান্তে অনড়ই থাকছেন। নিরাপত্তার প্রশ্নে আপোষ করতে পারবেন না। বিশ্বকাপের সময় বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে তাঁদের উদ্বেগ যাচ্ছে না। তাই নিজেদের সিদ্ধান্ত বদলের কোনও প্রশ্ন নেই। আইসিসিকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পাশাপাশি আর এক দফা ভেনু বদলের দাবি জানিয়েছে বাংলাদেশ। আইসিসি তা কোনও ভাবেই বদলাবে না, জানিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে যাওয়ার অর্থ হল, ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেখা যাবে না বাংলাদেশকে।


  আসিফ নজরুল বলেছেন, ‘সিদ্ধান্ত বদলের কোনও সম্ভাবনা নেই। তবে আশা ছাড়ছি না। আমাদের খেলার জন্য তৈরি। আমরা এখনও বিশ্বাস করি, আইসিসির কাছ থেকে সুবিচার মিলবে। আমাদের নিরাপত্তাজনিত উদ্বেগ নিয়ে আইসিসি পদক্ষেপ করুক এবং শ্রীলঙ্কায় খেলতে দেওয়া হোক।’ভারতে খেলতে এলে যে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের আশঙ্কা কমবে না, স্পষ্ট করে দিয়েছেন নজরুল। তাঁর কথায়, ‘আমাদের টিম যদি ভারতে খেলতে যায়, নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা থাকবে। এবং এটা বাস্তবিক চিন্তা। ভারতীয় ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারেনি। যে কারণে চাপে পড়ে ওকে ভারত ছাড়তে বলা হয়েছিল।' বিশ্বকাপ ও বাংলাদেশ নিয়ে বিতর্ক যে সহজে মিটবে না, তা বোঝাই যাচ্ছে। তার মধ্যে আবার বাংলাদেশ বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম স্পষ্ট করে বলে দিয়েছেন -' ২০ কোটি সমর্থককে কিন্তু মিস করবে আইসিসি।’

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.