Type Here to Get Search Results !

"এবার বিজেপিকে ৫০টির গণ্ডি পেরতে দেব না।” - পুরুলিয়া থেকে অভিষেক

 সম্পাদকীয় 



"এবার বিজেপিকে ৫০টির গণ্ডি পেরতে দেব না।” - পুরুলিয়া থেকে অভিষেক 


  বুধবার পুরুলিয়া থেকে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দিলেন অভিষেক। বুধবার পুরুলিয়া সফরে অভিষেক স্পষ্ট বলেন, এবার পুরুলিয়ার তৃণমূলকে ৯/৯ করতে হবে। আপনারাই তা পারবেন। এরপরেই তিনি বিজেপির উদ্দেশ্যে শ্লোগান দেন -"আমার মাটি সইবে না, ইউপি, বিহার হইবে না।” ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়েছে সব দল। জেলায় জেলায় ঘুরে রণসংকল্প সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার লালমাটির জেলা পুরুলিয়ায় সভা করলেন তিনি। এদিন ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরন হন অভিষেক। শুধু তাই নয়, তৃণমূল সরকারের কর্মকাণ্ড নিতেও বার্তা দিয়েছেন। বাংলার টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে। পুরুলিয়ার ৬৮০ কোটি টাকা আটকে রয়েছে কেন্দ্রের কাছে। সেই টাকা পেলে এই জেলায় আরও উন্নয়ন হতে পারত। সেই কথা জানিয়েছেন অভিষেক। কেন্দ্রের বিজেপি সরকারকে একশো দিনের কাজের টাকা থেকে এসআইআর ইস্যুতে বাংলা চ্যালেঞ্জ করেছিল। তৃণমূল সরকার প্রথমে একশো দিনের কাজের পাওনা টাকার দাবিতে সুপ্রিম কোর্টে গিয়েছিল।


  সেই মামলাতেও রাজ্যের পক্ষে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলায় মানুষের এই জয়। এমনই বার্তা দিয়েছেন অভিষেক। তাঁর কথায়, “বিজেপির আবর্জনা আছে। সেগুলো আলসার, রেখে দিলে ক্যানসার।” আরও একবার বাংলায় বিজেপিকে হারানোর ডাক দিয়েছেন অভিষেক। তিনি বলেন, “এবার বিজেপিকে ৫০টির গণ্ডি পেরতে দেব না।” লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি বছর ২৭ হাজার কোটি টাকা খরচ হয় রাজ্যের। লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের অধিকার, অনুদান নয়। সেই বার্তাও এদিন দিয়েছেন। বাংলার উন্নয়নের জন্য আগামী বিধানসভা নির্বাচনেও তৃণমূলকে জেতানোর আবেদন করেন তিনি। তার কথা শুনে বিপুল করধ্বনি দিয়ে ওঠে তৃণমূলের হাজার হাজার কর্মী ও সমর্থক।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.