রবিবার সকালে হাওড়া থানার পাশে মঙ্গলা হাটের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
রবিবার সকালে হাওড়া থানার পাশে মঙ্গলা হাটের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মডার্ন হাট নামে ওই বহুতলের তিন তলায় আগুন লাগে।হাট ব্যবসায়ীরা ধোঁয়া দেখতে পেয়ে খবর দেয় হাওড়া থানায়। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে। প্রায় ছোট ছোট ২০০টি বেশি দোকান এবং গোডাউন রয়েছে এখানে। ফলে আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের মানুষজণেরা। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের।প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুন লেগেছে পুরো বিষয়টি খতিয়ে দেখবে দমকল আধিকারিকরা।