Type Here to Get Search Results !

বাংলাদেশের বাসিন্দার ভোট রয়েছে ভারতে!

 বাংলাদেশের বাসিন্দার ভোট রয়েছে ভারতে!





 বাংলাদেশের বাসিন্দার ভোট রয়েছে ভারতে, বিডিওর কাছে ভোট কাটার আবেদন বিজেপি নেতার। শশুর শাশুড়ি বাংলাদেশের বাসিন্দা স্বীকার করল বৌমা।



উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের নলদুগারি নিচুপাড়া পার্টে-র ভোটার তালিকায় নাম রয়েছে সোহরব তরফদার ও তার স্ত্রী রূপা তরফদারের । কিন্তু সাম্প্রতিক বাগদার বিজেপি নেতা অমৃত লাল বিশ্বাস বাগদা বিডিওর কাছে ৭ নাম্বার ফর্ম জমা দিয়ে এই দুই ভোটারের বিরুদ্ধে অভিযোগ করেন ভারতে ভোটার তালিকায় নাম থাকা সোহারব তরফদারের ও তার স্ত্রী রূপা তরফদারের বাংলাদেশের যশোর জেলার বেনাপোলে ভোট আছে এবং এখনও বাংলাদশে থাকেন। তাদের কি করে ভারতে ভোট হলো? 


যদিও সোহরাব তরফদারের বউমা নাজমুর তরফদার জানিয়েছেন আমার শ্বশুর-শাশুড়ি দুজনই বাংলাদেশের বাসিন্দা । পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে এসে অবৈধভাবে ভোট বানিয়েছেন । কি করে ভোট বানিয়েছেন,আমার জানা নেই । তারা এখনো বাংলাদেশে থাকে। 


এই বিষয়ে অভিযোগকারী অমৃত লাল বিশ্বাস জানিয়েছেন, বাংলাদেশের বাসিন্দার ভারতে ভোট হলো কি করে । তিনি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন । 


পঞ্চায়েত সমিতির সদস্য বিধান হাওলাদার জানিয়েছেন সোহারব তরফদার ও তার স্ত্রী রুপা তরফদার বাংলাদেশের বাসিন্দা, কিন্তু ভারতীয় ভোটার।এটা জানবার পরেই আমরা এই অভিযোগ করেছি ।


যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নিউটন বালা জানিয়েছেন বিডিওর কাছে অভিযোগ রয়েছে,বিষয়টি বিডিও সাহেব খতিয়ে দেখবেন । মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল কংগ্রেসের এই ভুয়া ভোটার ধরবার কাজ শুরু করেছে । বিজেপি মার্কেটে থাকার জন্য এই সমস্ত অভিযোগ করছে ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.