ময়নার বিজেপি নেতা খুনের মামলায় NIA র হাতে দু'বছর পরে গ্রেফতার মূল অভিযুক্ত
ময়নার বিজেপি নেতা খুনের মামলায় NIA র হাতে দু'বছর পরে গ্রেফতার মূল অভিযুক্ত।NIA র ভূমিকায় খুশি প্রকাশ বিজয়কৃষ্ণর পরিবার,অভিযুক্তের ফাঁসির দাবি পরিবারের।
ময়নার বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়া খুন হয়েছিলেন ২০২৩ সালের ১ লা মে । অভিযোগ উঠেছিল তাকে প্রথমে অপহরণ করা হয়। এরপর তাকে খুন করা হয়। তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনায় ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজয়কৃষ্ণর পরিবারের লোকজন।সেই মামলায় ৩৬ জনের নামে এফআইআর হয়েছিল। সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তদন্তভার হাতে দেওয়ার পরে এনআইয়ের হাতে এএফআইআর এ নাম থাকা বহু তৃণমূল কর্মী গ্রেফতার হয় । কিন্তু বিজয় কৃষ্ণ ভুঁইয়া খুনে মূল অভিযুক্ত মনোরঞ্জন হাজরা নিখোঁজ ছিলেন। দু'বছর পর গতকাল রাত্রে এন আই এর হাতে গ্রেপ্তার হলেন মনোরঞ্জন হাজরা। জানা গিয়েছে গতকাল রাত্রি সাড়ে আটটা নাগাদ গ্রেপ্তার হন মনোরঞ্জন। গ্রেফতারের পরেই খুশি বিজয় কৃষ্ণের পরিবার। বিজয় কৃষ্ণের স্ত্রী লক্ষ্মী ভূঁইয়ার দাবি তারা এনআইএ তদন্তে খুশি, মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, অভিযুক্তের ফাঁসি চাই। বিজেপির দাবি ছিল এই ঘটনার পরে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। মূল অপরাধীরা সর্বসমক্ষে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের ধরছেনা। মনোরঞ্জন হাজরা গ্রেফতার হওয়ার পরে বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনে সঠিক বিচার শুরু হবে এমনটাই আশা করছেন তারা।