পুরুলিয়া
পাখিদের তৃষ্ণা মেটাতে গাছে-গাছে বেঁধে রাখা হচ্ছে জল ভর্তি মাটির পাত্র
তীব্র দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ। বিশেষকরে পুরুলিয়া। চারিদিকে জলের বড়ো অভাব। এই পরিস্থিতিতে জঙ্গলের পাখিদের কথা ভেবে এগিয়ে আসলো বনবিভাগ। পাখিদের তৃষ্ণা মেটাতে গাছে-গাছে বেঁধে রাখা হচ্ছে জল ভর্তি মাটির পাত্র। বনাঞ্চলের রেঞ্জ অফিস থেকে শুরু করে বিট অফিস, নার্সারি সহ যে সমস্ত জায়গায় পাখিদের যাওয়া-আসা রয়েছে সেই সমস্ত এলাকার গাছে-গাছে জলভর্তি মাটির পাত্র বেঁধে রাখা হয়েছে। তাতে সকাল, বিকাল জল ভরে দিচ্ছেন বনকর্মীরা। সেই জলে মুখ ডুবিয়ে স্বস্তি পেয়ে কোথাও যেন লম্বা পথে পাড়ি জমাচ্ছে নাম না জানা সব পাখির দল।
ঝালদা রেঞ্জের খামার ও কলমা বিট অফিসে মাটির পাত্রে বনকর্মীদের জল দেওয়া রীতিমতো নজর কেড়েছে। এই বিষয়ে ঝালদা রেঞ্জ অফিসার অপূর্ব মহন্তী বলেন , ঝালদা রেঞ্জ অফিস, বিট অফিস, নার্সারি ছাড়াও এলাকার কয়েকটি স্কুল ও বিডিও অফিসের পাশাপাশি পাখিদের আনাগোনা রয়েছে এরকম আরও কিছু জায়গা চিহ্নিত করে গাছে-গাছে জলের পাত্র বসানো হয়েছে। সেই সমস্ত পাত্রে জল পাখিরা গ্রীষ্মের দিনে পান করতে পারবে। প্রয়োজনে পরবর্তীতে পাত্রের সংখ্যা আরও বাড়ানো হবে। এই বিষয়ে এলাকার বাসিন্দারা বলেন, বনদফতর পাখিদের জন্য যে উদ্যোগ নিয়েছে তা খুবই ভালো একটি উদ্যোগ। বনদফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানান তারা।