পুরুলিয়া
বান্দোয়ান থানার কুচিয়া গ্রামের 'গাজন উৎসব' - একটি প্রতিবেদন
'শিবের গাজন' বাংলা লোক সংস্কৃতির একটি অন্যতম উপাদান। বাংলার বহু গ্রামেই এই উৎসব পালিত হয়। তবে বান্দোয়ান থানার কুচিয়া গ্রামে গাজন পরবে একেবারেই নজরকাড়া। তাই এই গাজন দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমান কুচিয়া গ্রামে। গাজন হাজারো গ্রামে হয়ে থাকলেও। কুচিয়ার গাজনের বিশেষত্ব হলো চলন্ত গরুর গাড়িতে গগনচুম্বীতে ঝুলে চরকি পাক খায় গাজনের ভক্তারা। দক্ষিণবঙ্গের অন্যান্য কোনও গ্রামে এই ধরনের গাজন হতে দেখা যায় না যা এই কুচিয়া গ্রামে দেখা যায়। গাজন উপলক্ষে এখানে বসে মেলা। সামাজিক বৈষম্য থেকে মুক্ত, সমাজের সর্বস্তরের মানুষের মিলন হয়ে ওঠে এই এলাকা।
বিষয়ে এলাকার বাসিন্দা মন্টু সিং বলেন , তিনদিন ব্যাপী তাদের গ্রামে এই গাজন উৎসব হয়।
গ্রামের মানুষেরা জানান, তাদের গ্রামের গাজন উৎসবের মূল আকর্ষণ চলন্ত ভোক্তা। যা পুরুলিয়া জেলাতে শুধুমাত্র এই গ্রামেই হয়ে থাকে। আর এই দৃশ্য দেখতে বহু মানুষ ভিড় জমান। এমনকি ভিন জেলা থেকে ভক্ত সমাগম হয় এখানে। গাজন উৎসবের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের মেলাও অনুষ্ঠিত হয়। এই মেলায় বিভিন্ন ধরনের খাদ্য, বস্ত্র, এবং অন্যান্য জিনিস বিক্রি করা হয়। তিন দিনব্যাপী একেবারেই উৎসবের চেহারা নেয় বান্দোয়ান থানার কুচিয়া গ্রাম।