পূর্ব বর্ধমান
পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে ভিড় বাড়ছে আম ব্যবসায়ীদের
বাংলায় মালদা আমের জন্য বিখ্যাত। বর্ধমানে কোনো কালেই বেশি আমচাষ হতো না। তবে গত কয়েক বছর ধরে দৃশ্যটা কিছুটা পরিবর্তন হয়েছে। এবার মালদা ছেড়ে পূর্ব বর্ধমানে ঘাঁটি গেড়েছেন মালদার একাধিক আম ব্যবসায়ী। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে এসেছেন আম কেনার জন্য। পূর্বস্থলীর আম চাষিদের থেকে আম কিনে সেই আম পাঠাচ্ছেন দেশের বিভিন্ন রাজ্য সহ বিদেশেও! রাজ্যের মধ্যে মালদা জেলা আমের জন্যই বিখ্যাত। মালদার আমের স্বাদ পায়নি, এমন বাঙালি খুবই কম। তবে সেই মালদা জেলার ব্যবসায়ীরাই এবার চলে এসেছেন পূর্ব বর্ধমান জেলায়।তবে প্রশ্ন হচ্ছে, যে জেলা আমের জন্য বিখ্যাত সেই জেলার ব্যবসায়ীরা পূর্ব বর্ধমানে কেনও আম কিনতে এসেছেন।
এই প্রসঙ্গে মালদা জেলার আম ব্যবসায়ী রামকৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, “আমরা এখানে কয়েক বছর ধরেই আসছি। এখানে চাষিদের থেকে আম কিনে বাইরে পাঠায়। মালদা ছেড়ে এসেছি তার কারণ এখানে আম আগে প্রস্তুত হয়ে যায় অর্থাৎ পেকে যায়। মালদার আম প্রস্তুত হতে একটু দেরি হয়। বাজারে পূর্বস্থলীর আম আগে ছড়িয়ে দিই। এক দেড়মাস এখানে থেকে আবার মালদা চলে গিয়ে ওখানকার আম পাঠাবো।” পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর আমেরও সুনাম রয়েছে রাজ্যজুড়ে।