উড়িষ্যা বর্ডারের ঢিল ছোঁড়া দূরত্বে দাঁড়িয়ে তীব্র আক্রমণ ওড়িশা সরকারকে
উড়িষ্যা বর্ডারের ঢিল ছোঁড়া দূরত্বে দাঁড়িয়ে তীব্র আক্রমণ ওড়িশা সরকারকে। প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় কর্মরত বাঙালীর উপর অত্যচারের প্রতিবাদে ধিক্কায় মিছিল করলো "বাংলা পক্ষ।" ডাক দিল বাঙালি জাতিকে এক হওয়ার ও উড়িষ্যায় পর্যটন বন্ধ করার। এদিন উড়িষ্যা - বাংলা বর্ডারে সৈকত নগরী দিঘায় পদযাএা করলো বাংলা পক্ষ সংগঠনের সদস্যরা। এদিন মিছিলে শতাধিকের বেশি বাঙালি পা মেলান। দীঘার জগন্নাথ মন্দির থেকে শুরু হয় এই মিছিল, আর শেষ হয় উড়িষ্যা বড়া সংলগ্ন এলাকা ঘুরে দীঘা'র জাহাজবাড়ি সামনে। মিছিলে উড়িষ্যায় এই রাজ্যের বাঙালীর উপর অত্যচারের কথা স্লোগানে তোলেন তাঁরা। এরপর অনুষ্ঠিত হয় "বাংলা পক্ষের" পথসভা।
"বাংলা পক্ষ"র সাধারণ সম্পাদক গর্গ চটোপাধ্যায় ও "বাংলা পক্ষ" সংগঠনের সম্পাদক কৌশিক মাইতি এদিন দাবি করেন, উড়িষ্যায় বাঙলী অত্যচার বন্ধ না হলে, উড়িষ্যায় কর্মীদের ভাতে মারা হবে। কারণ আমরা আইন মানি, উড়িষ্যার টোটো দীঘায় ঢুকতে না দেওয়ার ও উড়িষ্যার দোকান থেকে কিছু না কেনার এবং উড়িষ্যার পর্যটন বন্ধের দাবি তোলেন তাঁরা।