শেওড়াফুলির নিস্তারিণী কালি মন্দির ঘাটে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেলো এক যুবক
শেওড়াফুলির নিস্তারিণী কালি মন্দির ঘাটে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেলো এক যুবক।তার নাম প্রীতম দাস,বয়স ২১ বছর।
যুবকের জ্যাঠতুতো দাদা মুকুল দাস জানান,হরিপালের নারায়পুর তাদের বাড়ি।গ্রামে আগামী মঙ্গলবার কালি পুজো আছে।যে পুজো কমিটির সভাপতি প্রীতম।মাস দেরেক আগে কলকাতায় একটা চাকরি পায় ভাই।পুজোর আগে আজ রবিবার তাই গঙ্গা স্নান করে গঙ্গা জল নিয়ে বাড়ি যাবে বলে ঠিক করে।ভোর পাঁচটার ট্রেন ধরে হরিপাল থেকে শেওড়াফুলি আসে।গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায়।
যুবকের তলিয়ে যাওয়ার খবর পেয়ে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ আসে গঙ্গার ঘাটে।খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে।স্পিডবোট নিয়ে এসে তল্লাসী শুরু হয়।
হরিপাল থেকে যুবকের পরিবার ও গ্রামের অনেকে আসেন গঙ্গার ঘাটে।