বৃহন্নলাদের দুই গোষ্ঠীর বিবাদ, উভয়পক্ষ থানার দারস্থ
ঘটনার সূত্রপাত রবিবার বিকেলে বৃহন্নলাদের এক গোষ্ঠীর জনা পনেরো এসে দাবি করে হাবড়ার হিজলপুকুরে বৃহন্নলাদের যে বাড়ি রয়েছে সেখানে বাংলাদেশী কয়েকজন বৃহন্নলা রয়েছে,তাদেরকে গ্রেফতার করতে হবে। থানায় লিখিত অভিযোগের পর তারা রবিবার সন্ধ্যায় হিজলপুকুরের ওই বাড়িতে গেলে দু পক্ষের মধ্যে মারপিট বেধে যায়। সোমবার হিজলপুকুরের বাড়ি থেকে আক্রান্ত কয়েকজনকে সঙ্গে নিয়ে সংগঠনের বেশ কয়েকজন সদস্য হাবরা থানা এসে রবিবার সন্ধ্যায় গন্ডগোল করে যাওয়া কয়েকজনের বিরুদ্ধে হাবরা থানায় নালিশ জানিয়েছেন। তাদের অভিযোগ হাবরার এই বাড়িতে বিভিন্ন ধর্মের বৃহন্নলা রয়েছে,তবে সবাই এদেশের বাসিন্দা। মূলত হাবরার হিজলপুকুরের এই বাড়ি দখল নেওয়ার জন্য গোবরডাঙ্গা ও বারাসাত থেকে রবিবার রাতে কয়েকজন এসে ঝামেলা করে তাদের মধ্যে হিজল পুকুরের বাড়িরও দুই সদস্য ছিল। উভয়পক্ষের অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ।
