হাতির হামলায় নাজেহাল সাঁকরাইলের বাসিন্দারা
হাতির হামলায় নাজেহাল সাঁকরাইলের বাসিন্দারা। হাতির হামলায় ভাঙলো দশটি মাটির বাড়ি সহ আইসিডিএস সেন্টার ও স্কুলের জানালা, বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন।
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে একের পর এক হাতির হামলায় আতঙ্কের পরিবেশ। গত কয়েকদিন ধরে প্রায় ৫০-৬০ টি হাতির একটি দল এলাকাজুড়ে তান্ডব চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গ্রাম, ভেঙে গুঁড়িয়ে গেছে বহু বাড়ি-ঘর, সরকারি আইসিডিএস কেন্দ্র, স্কুলের জানালা ও বিভিন্ন আসবাবপত্র। বিশেষ করে কেন্দুডাংরী ও দুধিয়ানালা গ্রামে মারাত্মক তান্ডব চালিয়েছে হাতির দল। কেন্দুডাংরীতে ধুলিসাৎ হয়ে গেছে অন্তত দশটি মাটির বাড়ি। দুধিয়ানালায় রাতভর চলে ভাঙচুর। টিয়াকাটি আইসিডিএস কেন্দ্রও রেহাই পায়নি—স্কুল ঘরের দুটি জানালা ভেঙে দিয়ে সমস্ত সামগ্রী তছনছ করে দেয়। এত বড় ক্ষয়ক্ষতির পরও বনদপ্তরের ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বারংবার অভিযোগ জানানো সত্ত্বেও বনদপ্তরের পক্ষ থেকে দেখা মেলেনি কোনও তৎপরতার। মেলেনি ক্ষতিপূরণও। এতে চরম ক্ষোভে ফুঁসছেন সাঁকরাইলবাসী।
সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত বলেন, “আমি এলাকায় গিয়ে খোঁজ নিয়েছি। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য বনদপ্তরকে জানানো হয়েছে। বনদপ্তর যদি উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা না করে, তাহলে আমি নিজে তাদের জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”
