Type Here to Get Search Results !

রাজা রামমোহন রায়ের জন্মদিনে কংগ্রেস সেবাদলের শোভা যাত্রা

 রাজা রামমোহন রায়ের জন্মদিনে কংগ্রেস সেবাদলের শোভা যাত্রা 



  ২২ মে রাজা রামমোহন রায়ের জন্মদিনে রামমোহন রায় কলেজ থেকে রামমোহন রায়ের বসতবাড়ি পর্যন্ত এক বিরাট শোভা যাত্রার আয়োজন করেন কংগ্রেস INTUC সেবাদল। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন INTUC সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডে, অধ্যাপক তপন কর সহ বহু বিশিষ্ট মানুষ।


  প্রমোদ পান্ডে বলেন, রাজা রামমোহন রায়ের শিক্ষা নিয়ে একটা আদর্শ ছিল। এখন বাংলা সেই আদর্শ থেকে অনেক সরে এসেছে। এখন বাংলায় শিক্ষকেরা মার খাচ্ছে। বিকাশভবনে শিক্ষকদের মারা মানে আসলে রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথকে মারা। এর থেকে আমরা মুক্তি চাই। চাই নতুন দিশা।


  অধ্যাপক তপন কর বলেন, বাংলার স্কুল কলেজগুলোতে প্রচুর শিক্ষকপদ খালি পরে আছে। কোনো নিয়োগ হচ্ছে না। তিনি বলেন, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরে সরকারি স্কুল বন্ধ হচ্ছে আর পাল্লা দিয়ে RSS এর স্কুল বেড়ে চলেছে। অর্থাৎ যুক্তিবাদী শিক্ষার বদলে শুরু হয়েছে এক ধরনের ধৰ্মীয় শিক্ষা। এরই প্রতিবাদে তারা সকলে পথে নেমেছেন। সঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করছেন রাজা রামমোহন রায়কে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.