Type Here to Get Search Results !

ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসির বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল মৌসুনি দ্বীপের রিসোর্ট মালিক

ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসির বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল মৌসুনি দ্বীপের রিসোর্ট মালিক


নিজস্ব সংবাদদাতা, নামখানাঃ- তোলাবাজি না দেওয়ায় মিথ্যা মামলার অভিযোগ- ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসির বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল মৌসুনি দ্বীপের রিসোর্ট মালিক

ইতিপূর্বেই মৌসুনি দ্বীপের রিসোর্ট মালিকের নামে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার তরফে মিথ্যা কেস দেওয়ার অভিযোগে পুলিশ সুপারকে দিয়ে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 

রিসোর্ট কতৃপক্ষের অভিযোগ হাইকোর্টের অর্ডার সত্বেও এরপর থেকেই নানান অছিলায় তোলাবাজদের তরফে সর্বোপরি  প্রশাসনিক তরফে চাপ সৃষ্টি করা হতে থাকে রিসোর্ট কতৃপক্ষের ওপর। 

তারা নাকি বারংবার বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় যোগাযোগ করলেও, কোনোরুপ সাহায্য পাওয়ার বদলে রীতিমতো ঘাড় ধাক্কা খেয়েই ফেরত আসতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ। 

এবার রিসোর্ট কতৃপক্ষ সরাসরি ফ্রেজারগঞ্জ থানার ভারপ্রাপ্ত  আধিকারিক ঋদ্ধি সরকারকে দায়ি করে, তার বিরুদ্ধেই তোলাবাজিতে যোগসাজসের অভিযোগ তুলে বুধবার মামলা দায়ের করলেন কলকাতা হাইকোর্টে।

 হোটেল কতৃপক্ষ প্রমানস্বরুপ ফ্রেজারগঞ্জ থানার ওসির সাথে তাদের হোয়াটস এপ চ্যাটের বিবরণ ও কিছু ভিডিওসহ অন্যান্য আরও সকল ডকুমেন্টস হাইকোর্টে জমা করেছেন। 

সম্প্রতি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পুলিশের তোলাবাজি ও অভিযুক্ত সিভিকের কান ধরে ওঠবোস করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় সোরগোল ফেলে দিয়েছিল শহরবাসীর মধ্যে। যার ফলস্বরূপ বিড়ম্বনায় পড়তে হয়েছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে।  

এবার হাইকোর্টের দায়ের হওয়া ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসির বিরুদ্ধে এই মামলার ফলে আবারও কি নতুন কোরে


এক বিড়ম্বনায় পড়তে চলেছে সুন্দরবন পুলিশ জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ? 

প্রসঙ্গত উল্লেখ্য কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসির সম্পর্কে ১০ লাখ টাকা ঘুষ দিয়ে অনৈতিক উপায়ে পদ নেওয়ার অভিযোগ এনেছিলেন সুন্দরবন জেলা পুলিশেরই এক পুলিশ কর্মী এবং ভাইরাল হওয়া সেই ভিডিও তোলপাড় ফেলে দিয়েছিল সুন্দরবন পুলিশ জেলার অন্দরমহলেও ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.