সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী অর্পিতা গঙ্গোপাধ্যায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন
সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী অর্পিতা গঙ্গোপাধ্যায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন। তারা দুজনেই ছুটি কাটাতে ওড়িশার পুরীতে গিয়েছিলেন। সেখানকার সমুদ্র সৈকতে ওয়াটার স্পোর্টসের সময় এই দুর্ঘটনাটি ঘটে। তাঁদের স্পিডবোটটি সমুদ্রে ডুবে যায়। এর পরপরই সবাইকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। কর্মকর্তারা তাঁদের উদ্ধারের জন্য রাবারের ভাসমান অংশ ব্যবহার করেছিলেন। প্রবল ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যায় স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী অন্যান্যদের সঙ্গে সমুদ্রে জলক্রীড়া উপভোগ করছিলেন। তারপর হঠাৎ করেই প্রবল ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যায়। অর্পিতা গঙ্গোপাধ্যায় অভিযোগ করেছেন যে যাত্রী ধারণক্ষমতা কম থাকার কারণে নৌকাটি হালকা ছিল, যার কারণে এটি ডুবে গেছে। তিনি বলেন, "সমুদ্রে ইতিমধ্যেই প্রবল ঢেউ ছিল। নৌকাটিতে ১০ জন বসার ক্ষমতা ছিল, কিন্তু টাকার লোভের কারণে তারা মাত্র তিন থেকে চারজনকে উঠতে দিয়েছিল। এটি ছিল দিনের শেষ নৌকা যা সমুদ্রে যাচ্ছিল। আমরা সমুদ্রে যাওয়ার ব্যাপারে আমাদের উদ্বেগ প্রকাশ করেছিলাম, কিন্তু অপারেটররা আমাদের বলেছিল সবকিছু ঠিক আছে।"
