Type Here to Get Search Results !

সাতদিন আগেই কেরলে ঢুকলো

 সাতদিন আগেই কেরলে ঢুকলো


বর্ষা 


  আশা বাড়ছে বাংলার মানুষদেরও। মানে করা হচ্ছে, এবার দেশের সর্বত্র বর্ষা আগে ঢুকবে। নির্ধারিত সময়ের ৭ দিন আগে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করল মৌসুমী বায়ু। শনিবার এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। ২০০৯ সালের পর এই প্রথম এত আগাম দেশে ঢুকল বর্ষা। আসন্ন বর্ষায় দেশজুড়ে স্বাভাবিকের থেকে ৫ শতাংশ বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। স্বাভাবিকভাবে ১ জুন কেরলে প্রবেশ করে বর্ষা। তবে এবার যে বর্ষা আগাম আসতে চলেছে তা আগে থেকেই জানিয়েছিল মৌসম ভবন। সেই পূর্বাভাস সত্যি করে শনিবারই কেরলে বর্ষা প্রবেশ করেছে বলে জানিয়েছে তারা। 


  ২০০৯ সালে ২৩ মে কেরলে বর্ষা প্রবেশ করেছিল। গত ১৫ বছর পর আবার এত আগাম দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করলেন বর্ষারানি। এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও আগাম ঢুকেছে বর্ষা। গত ১৩ মে নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করে। সাধারণত ১৯ মে নিকোবরে বর্ষা প্রবেশ করে। কেরলে বর্ষা প্রবেশের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আগামী ২৯মে ঘূর্ণিঝড়টি ওড়িশা থেকে বাংলাদেশের মধ্যে যে কোনও জায়গায় উপকূলে আঘাত হানতে পরে বলে মনে করা হচ্ছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.