Type Here to Get Search Results !

বিভিন্ন বিদেশি আমের চারা পাওয়া যাচ্ছে বসিরহাটে

 উঃ ২৪ পরগনা 


  বিভিন্ন বিদেশি আমের চারা পাওয়া যাচ্ছে বসিরহাটে 



  বর্তমান সময়ে রাজ্যের উত্তর ২৪ পরগনার বসিরহাট এক নতুন চাষাবাদের ধারক ও বাহক হয়ে উঠেছে। এখানকার একাধিক নার্সারিতে এখন নজরে এসেছে বিদেশি জাতের আম চাষ। শুধু আম ফলনেই সীমাবদ্ধ নয়, বসিরহাটের বেশ কিছু জায়গায় সেই গাছের কাটিং বা কলম থেকে চারা তৈরি করে বাণিজ্যিকভাবে বিক্রি করেও লাভের মুখ দেখছে। বিশেষত, মিয়াজাকি (জাপানের অত্যন্ত দামী আম), ব্যানানা ম্যাংগো এবং থাইল্যান্ডের উন্নত জাতের চ্যাংমায় আমের গাছ বসিরহাটের আবহাওয়ায় সফলভাবে বেড়ে উঠছে। এই গাছগুলি থেকে ফল ধরেছে এবং সেই ফল বিক্রি করেও মিলছে ভাল দাম। 


  বসিরহাটের ‘বসুন্ধরা নার্সারি’, ‘গ্রীন সিটি নার্সারি’ এবং আরও কিছু নার্সারি এই চারা তৈরির কাজ হাতে নিয়েছে। গাছের কাটিং বা গ্রাফটিং-এর মাধ্যমে তারা উন্নতমানের চারা উৎপাদন করছে, যেগুলো কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে। চাষিরা জানিয়েছেন, এক একটি মিয়াজাকি আম ৩০০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং আন্তর্জাতিক বাজারে এর দাম প্রায় ভালই। স্থানীয় বাজারে ভাল দামেই বিক্রি হচ্ছে। ফলে শুধুমাত্র আম নয়, সেই গাছের চারা বিক্রির মাধ্যমে নার্সারিগুলি ২ থেকে ৩ গুণ লাভ করতে পারছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.