দঃ ২৪ পরগনা
সুন্দরবনে বহু প্রজাতির জলজ প্রাণীর জীবন বিপন্ন
প্রাকৃতিক কারণেই সুন্দরবন অঞ্চলের খাড়ি ও জলাশয়ে জলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর এতেই গভীর সমস্যায় পড়েছে জলজ প্রাণীরা। সুন্দরবনে জলের তাপমাত্রা বৃদ্ধিতে সংকটে পড়তে পারে প্রাণীকুল। ইতিমধ্যে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) সতর্ক করে জানিয়েছে জলের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলের জলে কার্বন-ডাই-অক্সাইডের অতিরিক্ত মাত্রায় শোষণ ঘটছে। এই গবেষণার জন্য বেছে নেওয়া হয়েছিল সুন্দরবনের ঠাকুরান নদীকে।
সেখানে ১৩৩ প্রজাতির প্রাণীর উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করার জন্য একটি বৈশিষ্ট্য-ভিত্তিক শ্রেণিবদ্ধ মডেল ব্যবহার করা হয়েছে। এই কারণে সুন্দরবন অঞ্চলে মাছ, চিংড়ি, কাঁকড়াদের খাদ্যের সঙ্কট দেখা দিতে পারে। এই গবেষণা সকলের কপালে যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে। নদীর জলের তাপমাত্রা ১-৪ ডিগ্রি বাড়লেই ম্যাক্রোবেন্থিক প্রজাতি বা অমেরুদণ্ডী প্রাণীর বৃদ্ধি ও বিকাশে বাধা সৃষ্টি হয়। যার ফলে সুন্দরবনে মাছ, কাঁকড়া সহ জলজ প্রাণীর খাদ্যভাণ্ডারেও টান পড়বে অচিরেই।