আজকের আবহাওয়া
গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভালো বৃষ্টি হচ্ছে। ফলে তীব্র দাবদাহ কিছুটা কমেছে। আরও কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা আছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
শুক্রবার সকালে হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন একইরকম থাকবে আবহাওয়া। সেই সঙ্গেই আবার জানানো হয়েছে নিম্নচাপের সম্ভাবনার কথা। আগামী ২৭ মে পশ্চিম মধ্য ও তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৭ মে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে সপ্তাহভর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ২৭ তারিখ থেকে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। সপ্তাহভর এই ৪ উপকূলীয় জেলায় বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। সেই সঙ্গেই রাজ্যের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি ও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। শুক্রবারও দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার ভিজতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম।
অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের (North Bengal) নানান জেলাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী ২৮ মে অবধি উত্তরের নানান জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গেই দোসর হতে পারে ঝোড়ো দমকা হাওয়া।