Type Here to Get Search Results !

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা

 শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা





শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। এক বাইক আরোহীসহ বাইক কে পিষে দিল ছয়চাকা লরি।


একটি ছয় চাকার লরি ও মোটর বাইকের ভয়াবহ পথ দুর্ঘটনা। লরির চাকায় পিষে গেল বাইক আরোহী এবং সম্পূর্ণ মোটরবাইকটি। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাথনা এলাকার। জানা যায় বাথনা স্টেশন থেকে জাতীয় সড়কে ওঠার একটি গ্রামীণ রাজ্য সড়ক রয়েছে। সেখানেই ঘটে এই দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, মোটর বাইক টি রাস্তার পাশ দিয়েই যাচ্ছিল। কিন্তু ওই আম বোঝায় লরিটি পেছন থেকে এসে সজোরে তাদেরকে ধাক্কা মারে। ওই মোটর বাইকে দুইজন বসেছিল। একজনার উপর দিয়ে মোটরবাইক সহ লরির চাকা চলে যায়। আরেকজন ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। আশংকা জনক অবস্থায় ওই বাইক আরোহীকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। যানা যায় আহত ওই ব্যক্তির বাড়ি ওই এলাকাতেই। তবে তার নাম এখনো জানা যায়নি। অন্যদিকে খবর জানা জানি হতে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। কিছুক্ষণের জন্য ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে কিছুক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি সামাল দেয়। পাশাপাশি পুলিশ জানার চেষ্টা করছে কি কারনে এই দুর্ঘটনা ঘটলো।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.