Type Here to Get Search Results !

মালবাজার শহরে পুলিশের সামনে ডাম্পার লরি চালক এবং মালিকদের গুন্ডা গিরি

 মালবাজার শহরে পুলিশের সামনে ডাম্পার লরি চালক এবং মালিকদের গুন্ডা গিরি





মালবাজার শহরে পুলিশের সামনে ডাম্পার লরি চালক এবং মালিকদের গুন্ডা গিরি। রাস্তায় ফেলে মারধর করা হলো সাংবাদিকদের।


বেপরোয়া ডাম্পারের দৌরাত্ম্য রুখতে প্রতিবাদ সাধারণ মানুষের। অভিযোগ মালবাজার শহরের উপর দিয়ে প্রতিদিন শতাধিক ডাম্পার বেপরোয়া গতিতে চলাচল করে। শনিবার রাতে শহরের বাসিন্দারা ডাম্পার আটকে বিক্ষোভ দেখায়। সেই খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হতে হলো একাধিক সাংবাদিক। রীতিমত রাস্তার ওপর ফেলে মারধর করার অভিযোগ। অভিযোগের তীর ডাম্পারের চালক এবং মালিকদের বিরুদ্ধে। মালবাজার শহরের উপর রীতিমত গুন্ডারাজ চালালো কিছু বালি পাথর মাফিয়া। এযাবৎকালে মালবাজার শহরের বুকে এইরকম গুন্ডামি দেখেনি সাধারণ মানুষ। আর এই সমস্ত ঘটনা ঘটলো বিশাল পুলিশ বাহিনীর সামনে বলে অভিযোগ। পাশাপাশি যেখানে সাংবাদিকদের মারধর করা হলো তার সামনেই রয়েছে মালবাজার থানা। শনিবার শহরের বাসিন্দারা এই ডাম্পারের দৌরাত্ম্য রুখতে পথে নেমেছিল। তাদের অভিযোগ ঝড়ের গতিতে ওভারলোড ডাম্পার চলছে রাস্তা দিয়ে। যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাচ্ছে। এর প্রতিকার চেয়ে পথে নেমেছে মানুষ। অভিযোগ সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষকেও মারধর করা হয়। বেশ কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন ভেঙে ফেলা হয়। এই গুন্ডামি দেখে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। সাংবাদিক হেনস্থার প্রতিবাদে রাতভর মালবাজার থানার সামনে বিক্ষোভ দেখান মাল শহরের বাসিন্দারা। জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.