১০২ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার এক
পাচার করার আগেই প্রায় এক লক্ষ মুল্যের হিরোইন উদ্ধার ফরাক্কায়। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ফরাক্কার নিউ ফরাক্কা স্টেশনের তিন নম্বর প্লাটফর্ম।
রেল পুলিশ সুত্রে জানাযায়, গোপন সুত্রে খবর পেয়ে নিউ ফরাক্কা রেলওয়ে স্টেশনে তিন নম্বর প্লাটফর্মে এক যুবককে আটক করে রেল পুলিশের জিআরপি। তাকে জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ হলে তার কাছ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১০২ গ্রাম ব্রাউন সুগার। কোথায় থেকে নিয়ে কোথায় যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে নিউ ফরাক্কা জিআরপি।
রেলওয়ে জিআরপির আইসি প্রশান্ত রায় জানান, নিউ ফরাক্কা স্টেশনের তিন নম্বর প্লাটফর্ম থেকে গোপন সুত্রে খবর পেয়ে এক যুবকের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১০২ গ্রাম ব্রাউন সুগার। তারপর যুবককে গ্রেফতার করে জিআরপি। পাচার করার আগে জিআরপির তৎপরতায় ধরা পড়ে যায় যুবক। বর্তমান যার বাজার মূল্য এক লক্ষ টাকা বলে জানাযায়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল উদ্ধার হয়। ওই যুবকের নাম ঠিকানা গোপন রাখা হয়েছে তদন্তের স্বার্থে।আজকে ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে আদালতে পাঠাবে জিআরপির বলে জানাযায়।