Type Here to Get Search Results !

পুরুলিয়ার বান্দোয়ানে জলের তোড়ে ভেসে গেলো পিকআপ ভ্যান

 পুরুলিয়া 


পুরুলিয়ার বান্দোয়ানে জলের তোড়ে ভেসে গেলো পিকআপ ভ্যান 




  গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে পুরুলোয়াতে। সমস্ত নদী ও পাহাড়ি নদীর জল বিপদসীমার উপরে। প্রশাসন সচেতন আছে। 

পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। এবার প্রবল জলের তোড়ে কজওয়ে দিয়ে যাওয়ার সময় ভেসে গেল যাত্রীবোঝাই পিকআপ ভ্যান। জানা যাচ্ছে, পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার ভাল পাহাড়ের সামনে বান্দোয়ান-গালুডি রাজ্য সড়কের আমলি নদীর কজওয়েতে ভোর রাত নাগাদ একটি যাত্রীবোঝাই পিকআপ ভ্যান পার হওয়ার সময় জলের তোড়ে ভেসে যায়। পিকআপ ভ্যানটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। সূত্র মারফৎ জানা যায়, পিকআপ ভ্যানটি বান্দোয়ানের কুঁচিয়া কামিলা পাড়া থেকে আসছিল। 


  পিকআপ ভ্যানে থাকা ৩৫ জনই একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সকলেই নিরাপদে রয়েছেন বলে খবর। পুরুলিয়া জেলায় এই ঝড়বৃষ্টির দাপট আগামী কয়েক দিন চলতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। যদিও জেলা প্রশাসন ও সাধারণ মানুষ উভয়েই এখন প্রস্তুতি ও সচেতনতা অবলম্বন করছেন, যাতে ভবিষ্যতে আরও বড় বিপর্যয় এড়ানো যায়। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বান্দোয়ান ব্লক প্রশাসনের পক্ষ থেকে সেই কজওয়ে দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.