কলকাতা
কলকাতায় প্রথম চালু হতে চলেছে 'হাড়ের ব্যাংক'
চিকিৎসা ব্যবস্থার প্রচুর উন্নতি হয়েছে। এবার আরো এক ধাপ এগিয়ে গেলো কলকাতার শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল। পূর্ব ভারতের ইতিহাসে এবার প্রথমবার হাড়ের ব্যাঙ্ক চালুর পথে শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল। হাসপাতালের এসএসকেম বাপি জি হাসপাতালের এনেক্স হাসপাতাল হিসেবে এই ব্যাঙ্ক গড়ার প্রস্তাবে নীতিগত অনুমোদন ইতিমধ্যেই দেওয়া হয়েছে। হাড়ের ব্যাঙ্ক চালু হলে, এটি নানা দুর্ঘটনা বা চিকিৎসা সংক্রান্ত জটিল পরিস্থিতিতে রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে যাদের হাত বা পা ভেঙে গেছে, অথবা ক্যান্সার বা সংক্রমণের কারণে হাড় কেটে বাদ দিতে হয়েছে, তাদের ক্ষেত্রে সংরক্ষিত হাড় প্রতিস্থাপন জীবন রক্ষাকারী ভূমিকা নিতে পারে। এই ব্যাংক চিকিৎসা ব্যবস্থাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই।
এই ব্যাংকের মাধ্যমে সংরক্ষিত হাড় ব্যবহার করে রোগীদের দুটি ধরণের চিকিৎসা সুবিধা দেওয়া সম্ভব হবে। এক, দুর্ঘটনা বা আঘাতজনিত হাড় ভাঙার ক্ষেত্রে প্রতিস্থাপন। দুই, চিকিৎসা সংক্রান্ত কারণে কেটে ফেলা হাড়ের পুনর্বাসন। শম্ভুনাথ পন্ডিত হাসপাতালের ডিরেক্টর পাঠানো প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, যে বর্তমান পরিকাঠামো ও বিদ্যমান চিকিৎসা দল ও লোকবল ব্যবহার করেই এই হাড়ের ব্যাঙ্ক গড়ে তোলা হবে। ব্যাঙ্ক চালু হলে পূর্ব ভারতের অন্যান্য হাসপাতালের তুলনায় এটি চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।