বাংলার নবরূপকার মমতা বন্দ্যোপাধ্যায় - মন্ত্রী মলয় ঘটক
ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো সারদা, আবার কখনো রামকৃষ্ণের সঙ্গে তুলনা করেছেন তাঁর দলের নেতা কর্মীরা। এবার সরাসরি বিধানচন্দ্র রায়ের সঙ্গে তুলনা করা হলো। বুধবার উঃ ২৪ পরগনার বুধবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার শিমুলপুর গ্রামপঞ্চায়েতের ‘আমাদের পড়া আমাদের সমাধান’ শিবির চলছিল উত্তর শিমুলপুর এফপি স্কুলে। সেই শিবিরে এসেছিলেন রাজ্যের আইন ও শ্রম দফতরের মন্ত্রী মলয় ঘটক। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধানচন্দ্র রায়ের প্রসঙ্গ টেনে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছেন এর আগে বিধানচন্দ্র রায় ছাড়া কেউ করেনি।”
সেই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন ও করছেন, তা বাংলায় বিধানচন্দ্র রায় ছাড়া আর কেউ করতে পারেন নি। প্রতিটা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চোখে পড়ছে। সেই প্রসঙ্গেই তিনি বলেন, “বিধানচন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তার ঘাড়ে কোনও দেনা ছিল না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মুখ্যমন্ত্রী হন তার ঘাড়ে বামফ্রন্ট সরকার ২ লক্ষ ৩ হাজার কোটি টাকা দেনা চাপিয়ে গিয়েছে। প্রতিবছর প্রায় ৫০ হাজার কোটি টাকা সুদ দিতে হয়। সেই সুদ দেওয়ার পরেও যে উন্নয়ন , সে কাজ তিনি করেছেন। ডঃ বিধান চন্দ্র রায় যদি বাংলার রূপকার হয়, তাহলে নবরূপকারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।”