পুরুলিয়া
পুরুলিয়া মানবাজারে মাটির বাড়ি ভেঙে মৃত্যু একজনের
কয়েকদিন ধরে ক্রমাগত বৃষ্টিতে গ্রামের মাটির বাড়িগুলোর অবস্থা খুবই ভয়ঙ্কর। বিশেষ করে পুরুলিয়া জেলায় প্রান্তিক মানুষেরা খুবই খারাপ আছেন। বিপজ্জনক অবস্থায় রয়েছে মাটির বাড়িগুলি। এবার প্রবল বর্ষণের জেরে গোয়াল ঘরের মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকের ভালুভাষা অঞ্চলের মাকড়কেন্দি গ্রামে। মৃতের নাম মঞ্জুড়া মাহাতো। বয়স আনুমানিক ৬৫ বছর। বৃহস্পতিবার রাত থেকেই প্রবল বৃষ্টি শুরু হয় জেলায়। এই বৃষ্টিতে ওই ব্যক্তির বাড়ির গোয়াল ঘরের দেওয়ালে দেখা যায় ফাটল। শুক্রবার সকালে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে গোয়াল ঘরের মাটির দেওয়াল পড়ে যায় তাঁর উপর। দেওয়াল চাপা পড়ে যান তিনি। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
যেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় মঞ্জুড়া মাহাতোর। এই বিষয়ে আত্মীয় ভদ্রলোচন মাহাতো বলেন, তাঁর কাকা গোয়াল থেকে গরু বের করছিলেন। সেই সময় মাটির দেওয়াল চাপা পড়েন। কোনও রকমে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসকরা তাঁর কাকাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তাঁরা মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন।