মঙ্গলবার বিকেলে তিলোত্তমার বাবাকে আইনি নোটিশ পাঠালেন কুনাল ঘোষ
গত শনিবারের নবান্ন অভিযান নিয়ে সমস্যা মিটছে না। আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের মৃত্যু নিয়ে তিলোত্তমার বাবা ও মা বিদ্রোহ করে চলেছেন। তারা মনে করেন কি রাজ্য পুলিশ কি সিবিআই - কেউই নিরপেক্ষ তদন্ত করে নি। তাই তাদের আন্দোলন বন্ধ হচ্ছে না। তিলোত্তমার বাবার বিরুদ্ধে আদালত অবমাননা সহ একাধিক অভিযোগ এনে আইনি চিঠি পাঠালেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তৃণমূল নেতার দাবি, তিলোত্তমার বাবা সংবাদ-মাধ্যমে বলেছেন, “সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে।” কুণালের দাবি, কোর্টে এই কথার প্রমাণ করতে হবে তিলোত্তমার বাবাকে। নতুবা মামলা করবেন তিনি। মঙ্গলবার কুণাল ঘোষ নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তিলোত্তমার বাবার প্রতি পূর্ণ সম্মান ও সহমর্মিতা রয়েছে তাঁর। তবে তিনি যা ইচ্ছা তাই বলতে পারেন না।
স্বাভাবিক কারণেই এখন প্রশ্ন উঠেছে এখন তিলোত্তমার বাবা কি করবেন? তবে তিলোত্তমার বাবা দাবি করেছেন এখনও পর্যন্ত তিনি এই সংক্রান্ত কোনও রকম চিঠি পাননি। চিঠি পেলে জবাব দেবেন। পাল্টা এও বলেন, “আমরা তো ফাইনালি বলতে পারি না..তবে উনি গিয়েছিলেন। কী কারণে গিয়েছিলেন? সিবিআই সেটা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। বলছে কুণাল আমাদের অফিসে আসেননি। এখানেই দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই জন্যই অভিযোগ করতে বাধ্য হয়েছি।"