ভ্রমণ
দু'একদিনের জন্য ঘুরে আসুন দুর্গাপুরের নাচন গ্রাম
ইতিমধ্যে শরতের হাওয়া বইতে শুরু করেছে। আকাশে সাদা মেঘ এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। বেশ মনোরম পরিবেশ। আর এমন মনোরম পরিবেশে ভ্রমণপ্রিয় বাঙালি ঘুরতে যাবেনা তা কি হয়! দুর্গাপুরের এই জায়গায় এলে আপনি একই সঙ্গে পেয়ে যাবেন ঘন সবুজ গভীর জঙ্গলের মাঝে বিশাল জলাশয় সহ গ্রামবাংলার মনোরম প্রকৃতির অনুভূতি। জলাশয়ের পাড়ে রয়েছে সাজানো গোছানো থিম পার্ক। পার্কে রয়েছে রিসোর্ট। রয়েছে রাত্রি যাপনের সুবন্দোবস্ত। সবুজ জঙ্গলের দূষণমুক্ত অক্সিজেন ও জলাধারের অপরূপ দৃশ্য শরীর ও মন সুস্থ করে তুলবে আপনার। দুর্গাপুরের এমনই এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আকর্ষণীয় স্থান রয়েছে দুর্গাপুর - ফরিদপুর ব্লকের নাচন গ্রামে।
নাচন জলাধার নামে খ্যাত জলাশয়টিকে কেন্দ্র করে গড়ে উঠছে নাচন থিম পার্ক। সেখানে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে সপরিবারে খাওয়া দাওয়া গল্প আড্ডায় মেতে উঠেন অনেকেই। পাশাপাশি উপরি পাওনা হিসেবে পাবেন ফ্রি তে ফিসিং করার অর্থাৎ মাছ ধরার সুযোগ। এই মরশুমে ড্যামের জলাধারের চারিপাশ কাশ ফুলে ভরে উঠছে। নাচন ড্যামের পাশ বেয়ে একেবেঁকে লাল মাটির রাস্তা চলে গিয়েছে সোনাঝুড়ি গাছের গভীর জঙ্গলে। এখানে রয়েছে লাল নুড়ি মোরামের পাথরে ভরা বিশাল এলাকা।সেখানে গেলেও মিলবে অনন্য এক অপূর্ব সৌন্দর্য।