পূর্ব মেদিনীপুর এগরা পাঞ্চজন্য ক্লাবের পুজোতে এবার উঠে আসছে সম্পূর্ণ কামারপুকুর
আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আট থেকে আশি সকলেই মেতে উঠবেন এই পুজোর আনন্দে। কলকাতা সহ সমস্ত জেলাতেও দেখা যাবে ব্যাপক পুজোর জৌলুস। এবার পূর্ব মেদিনীপুর এগরা শহরের ক্লাব 'পাঞ্চজন্য' শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান, কামারপুকুরকে মণ্ডপের মূল ভাবনা হিসেবে বেছে নিয়েছে। এই মণ্ডপে আপনি কামারপুকুরের প্রতিটি স্মৃতিচিহ্ন, প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান দেখতে পাবেন। হাঁসুতি ঘাস আর রং-তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা হবে শ্রী রামকৃষ্ণ এবং মা সারদার জীবনের বিভিন্ন মুহূর্ত। এই মণ্ডপের অন্দরমহলে প্রবেশ করলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি এগরা শহরে আছেন, নাকি রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরে।