Type Here to Get Search Results !

আগামী ৬ নভেম্বর শুরু হচ্ছে ৩১তম চলচ্চিত্র উৎসব


 আগামী ৬ নভেম্বর শুরু হচ্ছে ৩১তম চলচ্চিত্র উৎসব


  সংস্কৃতির নগর কলকাতা, সিনেমার নগর কলকাতা। আর সেখানে চলচ্চিত্র উৎসব মানেই এক অসাধারণ উন্মাদনা। কলকাতা চলচ্চিত্র উৎসবের কাউন্টডাউন শুরু। যে সিনে উৎসবের জন্য বছরভর অধীর আগ্রহে মুখিয়ে থাকেন সিনেপ্রেমীরা, আগামী ৬ নভেম্বর সেই অপেক্ষার অবসান। এদিন থেকে শুরু হচ্ছে এক সপ্তাহব্যাপী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে উত্তম-সুচিত্রার কালজয়ী সিনেমা ‘সপ্তপদী’। মঙ্গলবার নন্দনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ৩১তম চলচ্চিত্র উৎসবের নির্ঘণ্ট ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

নভেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


  প্রতি বছরের মতো এবারেও উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম চমক হিসেবে থাকছে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশন। সূত্রের খবর, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন শর্মিলা ঠাকুর, শত্রুঘ্ন সিনহা, রমেশ সিপ্পির মতো প্রবীণ তারকারা। সঞ্চালনার দায়িত্বে থাকছেন জুন মালিয়া এবং পরমব্রত চট্টোপাধ্যায়। এবারের কিফ-এ ‘শোলে’ সিনেমার পঞ্চাশবছর পূর্তি উদযাপন করা হবে। ‘বেঙ্গলি প্যানোরমা’য় দেখানো হবে ঋত্বিক ঘটকের ‘কোমলগান্ধার’,সুবর্ণরেখা’-সহ ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘পিঞ্জর’-এর মতো ছবিগুলি। এবারের ফোকাস কান্ট্রি পোল্যান্ড। আর ট্যাগলাইন- ‘চলচ্চিত্র মেলায় বিশ্ব।’ শতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, সলিল চৌধুরীকে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.