Type Here to Get Search Results !

কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পথে এবার 'অরণ্যের দিনরাত্রি'

 বিনোদন 



কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পথে এবার 'অরণ্যের দিনরাত্রি'


  পাঁচ দশক পড়ে আবার সেই বিখ্যাত 'অরণ্যের দিনরাত্রি'। সত্যজিৎ রায়ের স্পর্শে এক অনুপম ছবি। পাঁচ দশক পর আরও একবার বড়পর্দায় ফিরছে এই ছবি। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার আরও একবার গোটা দেশে মুক্তি পাবে এই ছবি।  জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলে এই ছবির পুনরুদ্ধার হওয়া সংস্করণটি ইংরেজি সাবটাইটেলসহ বড়পর্দায় মুক্তি পাবে আগামী ৭ নভেম্বর। তবে শুধুই প্রিয়া সিনেমাহলেই এই ছবি দেখার সুযোগ মিলবে এমনটা নয়। জানা যাচ্ছে ৭ নভেম্বর বড়পর্দায় মুক্তির পর এই ছবি দেখানো হব গোটা সপ্তাহ জুড়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।


  তবে এখানেই চমকের শেষ নয়, একইসঙ্গে মুক্তি পাবে তার পরের সপ্তাহে সত্যজিৎ রায়ের আর এক কালজয়ী ছবি ‘নায়ক’। যা প্রদর্শিত হবে চলচ্চিত্র উৎসব শেষ হওয়ার পরের সপ্তাহ জুড়ে। এই ছবিরও পুনরুদ্ধার করা সংস্করণ ইংরেজি সাবটাইটেল-সহ প্রদর্শিত হবে নির্বাচিত প্রেক্ষাগৃহগুলিতে। উল্লেখ্য, নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে প্রিয়া সিনেমায় ফের ‘অরণ্যের দিনরাত্রি’ ছবি প্রদর্শনের খবর ভাগ করে নিয়েছেন এই হলের কর্ণধার অরিজিৎ দত্ত। নিজের ফেসবুখ পোস্টে তিনি লিখেছেন, ‘অবশ্যই বড়পর্দায় সবার এই ছবি আবারও আবারও দেখা উচিত। ৭ নভেম্বর থেকে বড়পর্দায় ফের মুক্তি পাবে এবং জাতীয় স্তরে এই ছবি দেখা যাবে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.