Type Here to Get Search Results !

'SIR' - কবে, কোথায় ও কি করতে হবে আপনাকে

 


'SIR' - কবে, কোথায় ও কি করতে হবে আপনাকে 


   বহু বিতর্ক ও বিভ্রান্তির পড়ে নির্বাচন কমিশনের নির্দেশে মঙ্গলবার থেকে বাংলায় শুরু হয়ে গেছে SIR অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)। আর তা নিয়ে রয়েছে একাধিক বিভ্রান্তি। ভোটার তালিকার এই বিশেষ নিবিড় সংশোধনে আপনি কীভাবে অংশ নেবেন। কারা, কখন আপনার বাড়িতে কাগজ দেখতে আসবে, এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আমজনতার মাথায়। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম ছাপা শুরু হয়ে গিয়েছে। সোমবার রাত ১২টার আগেই ফ্রিজ করে দেওয়া হয়েছে ভোটার তালিকা। একইসঙ্গে বুথ লেভেল অফিসারদের (BLO) ট্রেনিংও শুরু হয়ে যাবে। তারাই পরিচালনা করবেন এনুমেরেশন পর্ব। ৩ নভেম্বর পর্যন্ত চলবে তাদের প্রশিক্ষণ। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি পৌঁছবেন BLO-রা। শুরু হবে এনুমেরেশন ফর্ম ফিল আপ। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এনুমারেশন ফর্ম হাতে পাওয়ার পর তা যথাযথ তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। সঙ্গে দাখিল করতে হবে প্রয়োজনীয় নথি। এনুমারেশন পর্বে প্রত্যেকের জন্ম তারিখ, ঠিকানা এবং নাগরিকত্বের প্রমাণপত্র যাচাই করে দেখা হবে। এনুমেরেশন পর্বে ১১টি নথির যে কোনও একটি দেখাতে হবে। সেটির উপর নির্ভর করেই তৈরি হবে খসড়া ভোটার তালিকা।


  * কোন কোন দিনগুলি গুরুত্বপূর্ণ? 

৪ নভেম্বর- এনুমেরেশন ফর্ম ফিল আপ শুরু 

৪ ডিসেম্বর- এনুমেরেশন পর্ব সমাপ্ত 

৯ ডিসেম্বর- খসড়া তালিকা প্রকাশ

৮ জানুয়ারি পর্যন্ত- অভিযোগ জমা

৩১ জানুয়ারি পর্যন্ত- অভিযোগের ভিত্তিতে শুনানি

৭ ফেব্রুয়ারি- চূড়ান্চ ভোটার তালিকা প্রকাশ 


  মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল বলেন, 'আতঙ্কিত হওয়ার কারণ নেই। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সরকারি কাজ। এর আগেও ৮-১০ বার হয়েছে। ভয়ের কোনও প্রশ্নই নেই। BLO  কোনও এলাকায় যাওয়ার আগে আগাম সেখানে খবর পাঠিয়ে দেবেন। তার পরেও কেউ বা কোনও পরিবার খবর না পেলেও অসুবিধা নেই। BLO একবার নয়, প্রত্যেক এলাকায় প্রয়োজনে ৩-৪ বার যাবেন। তা ছাড়া এক-একটি বুথে ভোটার সংখ্যা মোটামুটি ১২০০। BLO-রা প্রতিদিন গড়ে ১৫-২০টি বাড়িতে গেলেই এক মাসের মধ্যে সমীক্ষার কাজ হয়ে যাবে।'

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.